আমার কবিতা সমগ্র
প্রথম খণ্ড
গাঁয়ের কবিতা-৯
– লক্ষ্মণ ভাণ্ডারী
ছোট গাঁয়ে ছোট ঘর মাটির উঠান,
পূবে রোজ উঠে রবি পাখি গায় গান।
সকালে সোনার রবি ছড়ায় কিরণ,
কাননে কুসুম ফুটে বহে সমীরণ।
ছোট গাঁয়ে ছোট দিঘি কালো তার জল,
পানকৌড়ি জলে ডুব দেয় অবিরল।
জলে তার হাঁসগুলি কাটিছে সাঁতার,
তালগাছে পাড়ে তার আছে চারিধার।
ছোট গাঁয়ে ছোট নদী নামটি অজয়,
বৈশাখ মাসেতে তার হাঁটুজল হয়।
আষাঢ়ে প্রবল বান কানায় কানায়,
দুই কূলে বাড়িঘর সব ভেসে যায়।
এ গাঁয়ের স্নেহছায়া মায়ের মতন,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।
আজকে আপনার কবিতা পেতে অপেক্ষা করতে হলো। ভালোবাসা ভাণ্ডারী দা।
রবিবার অফিস ছুটির দিন। তবুও ঘরের কাজে ব্যস্ত থাকায় পোস্ট দিতে দেরি হোল।
সাথে থাকবেন। আশা রাখি। প্রিয়কবিকে প্রীতি আর শুভেচ্ছা জানাই।
মন্তব্যে মুগ্ধ ও আবেশিত হলাম প্রিয় কবিপ্রতীম। শুভেচ্ছা রইল।
সাথে থাকুন, পাশে রাখুন। অভিনন্দন জানাই।
জয়গুরু!
অভিনন্দন জানবেন কবি। শুভরাত্রি।
মন্তব্যে মুগ্ধ হলাম ও শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!
শুভেচ্ছা প্রিয় কবি দা।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম ও অনুপ্রেরণা পেলাম।
প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!
এই ধারাবাহিকের সব কবিতাই প্রায় কাছাকাছি। ধন্যবাদ কবি।
আপনর সরল ও সুন্দর মন্তব্যে মুগ্ধ ও আনন্দিত হলাম।
নতুন করে আরও ভালো লেখার প্রেরণা পেলাম।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!
ছোট গাঁয়ে ছোট নদী নামটি অজয়, বৈশাখ মাসেতে তার হাঁটুজল হয়।
আষাঢ়ে প্রবল বান কানায় কানায়, দুই কূলে বাড়িঘর সব ভেসে যায়।
ভালোই লাগে এমন সরল কবিতা। ধন্যবাদ মি. ভাণ্ডারী।
আপনার সুন্দর মন্তব্য হৃদয় ছুঁয়ে যায়। কৃতজ্ঞতা প্রকাশ করি।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। সশ্রদ্ধ অভিনন্দন।
সাথে থাকুন। অনুপ্রেরণা দিয়ে পাশে রাখুন।
জয়গুরু!
চমৎকার কবিতা
মন্তব্যেে মুগ্ধ হলাম প্রিয় কবিবন্ধু। প্রীতি ও শুভেচ্ছা জানাই।
আন্তরিক অভিনন্দন। সাথে থাকুন, পাশে রাখুন।
সতত নিরন্তর।
জয়গুরু!
সুন্দর পদ্য।
আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম কবিদিদি আমার। শুভেচ্ছা জানাই।
আন্তরিক অভিনন্দন। সাথে থাকুন, পাশে রাখুন।
সতত নিরন্তর।
জয়গুরু!