শব্দের কোনো ঘ্রাণ নেই,
ঢেউয়ের বর্ণ কেমন-
তা জানতে চেয়ে যখন তোমার চোখের দিকে
তাকাই; তখন একটি প্রবীণ বটবৃক্ষের ছায়া-
আমাকে বলে,
তোমার একটি ছাতার প্রয়োজন, কবি!
যাযাবরদের কোনো ছাদ থাকে না,
থাকে না নির্দিষ্ট কোনো আনন্দ,
পৃথিবীর পশ্চিম দুয়ার যখন আমাকে স্বাগত জানিয়েছিল,
তখনই বুঝেছি,
তোমার জন্ম হয়েছিল আমার জন্য!
আর দশদিক ভরা গোলাপগুলো ছিল
আমাকে দেয়া তোমার ছায়ানন্দ।
পড়ে খুব ভালো লাগলো।
কবিতায় মুগ্ধতা। অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ফকির ইলিয়াস ভাই।
কবিতা তায়ের হৃদয়ের আকুতি থেকে বেরিয়ে আসে।
কবিতা হৃদয়ের দেয়াল ভেদ করে যে শব্দগুলো তৈরি করে তা অত্যন্ত মূল্যবান আমরা যারা এর গুরুত্ব অনুধাবন করতে পারি সে বোঝে সে শিল্পটির মূল্য কতটা গুরুত্বপূর্ণ।
ছোট্ট কবিতা টি বিশাল একটি নান্দনিকতা সৃষ্টি করেছে।অভিনন্দন শুভকামনা ভালো থাকবেন
কবিতায় মুগ্ধতা রেখে গেলাম, কবি। সুন্দর লিখেছেন। শুভকামনা সবসময়।