রাত্রির চেয়ে নিঃশব্দ
কিছু সময় আসে,
তখন কথারা চুপিসারে
ঝরে যায় গাছের পাতার
মতোন, কেউ তা শোনে না।
এসব ঝরে যাওয়া
কথাগুলো একা কাঁদে
খুব আনমনে, যেন কেউ
জানতে না পারে, বুঝতে
না পারে কোনোভাবে।
জীবনের ঘূর্ণিপাকে
যার যার না বলা কথারা
ঘুরপাক খায় অবিরত,
তারপর একদিন তারা
স্থির হয়ে বসে, তাহাদের
সমাধিফলকের এপিটাফে।
পড়ে খুব ভালো লাগলো।
___ অশেষ শুভ কামনা প্রিয় কবি রোখশানা রফিক। আগের মতো আপনার লিখা নিয়মিত হোক এই প্রত্যাশা করি। ভালো থাকবেন নিরাপদে থাকবেন। ধন্যবাদ।
চমৎকার লিখেছেন। শুভকামনা থাকলো।