যেহেতু আড়াল নয়

ঢেউগুলোর হারিয়ে যাওয়াকে কী নামে ডাকবে তুমি!
ভূমি তার বুকের খনিজে যে বীজ লুকিয়ে রাখে, তা ও
কি বিবর্তন নয়! ভয় কিংবা সংশয়ের অন্তরালে যে চাঁদ
আকাশে দেরীতে ওঠে, তবে কী সে ও বাস্তুচ্যুত! দ্রুত
রঙ পাল্টানো মেঘ, যেভাবে পাহাড়ের ওপারে। ঝরে
ঘুমবৃষ্টি হয়ে, আর কিছু স্মৃতি এঁকে রাখে শ্রাবণের ঘরে।
সরে গেলে নাতিদীর্ঘ আড়ালের গান। প্রমাণ রেখেই যায়-
বিষাদ তো কালের সমান।

2 thoughts on “যেহেতু আড়াল নয়

  1. শুভ কামনা প্রিয় কবি প্রিয় ফকির ইলিয়াস ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।