অলীক ভাবনায় আচ্ছন্ন মনের কোণে
হঠাৎ নতুন আশার বিজলি হেনে যায়।
মন মৃদু হেসে বলে, জানো না, তোমায়
গান শোনাব তাই আমার সকল নিয়ে
বসে থাকা তোমার তরে আমার তুমি।
চমকে তাকাই বাইরে, যেন তোমার
অঙ্গের আভাস, কিন্তু না, কান্না হাসির
দোলায় বুঝি সব দারিদ্র্য ঢেকে যায়
তোমায় পাওয়ার অপরূপ ঝর্ণাধারায়
পুনরায় সজীব মন, প্রত্যয়ে মুখ চুমি।
“তোমায় পাওয়ার অপরূপ ঝর্ণাধারায়
পুনরায় সজীব মন, প্রত্যয়ে মুখ চুমি।”
___ চমৎকার প্রিয় কবিবন্ধু। কবিতায় শুভকামনা।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় বন্ধু ।