জীবনের গল্প লিখতে পুনরায় খুলে বসি খাতা।
গতরাতে শব্দটি নিয়ে ভেবেছি বেশ। ‘নদীশাসন’-
একধরনের পেশীবাজীর ঝলক আছে শব্দটিতে,
রাষ্ট্রশাসকের কথা শুনতে শুনতে, মনে হয়েছে
একদিন যে নদী মানুষকে শাসন করতো-
আজ সেই নদীই শাসিত হবে মানুষের হাতে,
আর মানুষ নদীতেই মিশিয়ে দেবে সকল অর্জিত বিনয়
তারপর দখলের মন্ত্র ভুলে জড়িয়ে ধরবে সেই নদীবাহু
ভালোবাসবে ঢেউ- ভালোবাসবে পলি
আবার আমরা আনন্দে আত্মহারা হতে হতে
বলবো-
তুমি খুব সুখে থাকো পদ্মা, তুমি খুব ভালো থেকো
তোমার বুকেই বড় হোক
আমাদের সবক’টি রুপোলী ইলিশ!
তুমি খুব সুখে থাকো পদ্মা, তুমি খুব ভালো থেকো
তোমার বুকেই বড় হোক
আমাদের সবক’টি রুপোলী ইলিশ!