গল্পের রুপালি রুপান্তর

হাঁটতে হাঁটতে যখন উড়তে থাকি তখন ভাবি
এ আর এমন কী? মশা ওড়ে, মাছি ওড়ে…..
পাখি ওড়ে, তেলাপোকা ওড়ে.. ওড়ে আরও
এমনি কতো কিছু.. ভুলে-বেভুলে যে নেয় কিংবা
যারা নেয় তিব্বতের রুপালি গল্পের পিছু..!!

আসলে জীবন কেবল দু’আঁটি পাটের বোঝা
সরল অংক কেবল নামেই, নয় এতো সোজা!
তবুও ডেকে আনি ঢেকুর বেদনা খুঁচিয়ে খুঁচিয়ে
অন্তর, আমি জানি আজ হোক, কাল হোক
একদিন ঘটবেই গল্পের রুপালি রুপান্তর..!

তবুও…
সারাদিন কতোকিছু আঞ্জাম দিই বাড়ি, গাড়ি,
নারী; আচ্ছা, যে পথে হেঁটে যাই.সেপথ কি চিনে
আমায়? নাকি সবকিছু কেবল লজ্জাবতীর লজ্জা..
আশা, ভয় ও শংকার আলো-আঁধারী ফুলশয্যা!!

তথাপি থেমে নেই মধ্যরাতের উড়নচণ্ডী ভুল
হাঁটতে হাঁটতে ওড়তে ওড়তে ফিরে ফিরে আসে
মৃতনদীর দুকূল; অথচ আজকাল আর
কেউই বুঝে না, বুঝতে চায় না..লাটাইবিহীন ঘুড়ির
পাস্তুরিত ভুল..বুঝতে চায় না নদীর ভাঙা দু’কুল!!

1 thought on “গল্পের রুপালি রুপান্তর

  1. আসলে জীবন কেবল দু’আঁটি পাটের বোঝা
    সরল অংক কেবল নামেই, নয় এতো সোজা! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।