জলস্তম্ভ ও জীবনেরা

আমরা নদীতীরে দাঁড়িয়ে যখন বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম,
তখন আমাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল একটি শান্ত বাঘ,
তার হলুদ-কালো গায়ের চামড়ায় ডুবেছিল দুপুরের রোদ
কয়েকজন রাখাল, বাঘটিকে চরাতে চেয়েছিল ধূসর মাঠে।

মাঝে মাঝে বন্যপ্রাণীরা তৃষ্ণার্ত হয়ে লোকালয়ে ছুটে আসে,
জীবনের জন্য নির্মিত জলস্তম্ভের ছায়ায় দাঁড়িয়ে ওরা চায়,
সবুজ নিঃশ্বাস। মানুষেরা কার্বন-কোলাহলে,
বর্জ্যময় হ’তে হ’তে, ভুলে যায় প্রকৃতি ও প্রাণের ভারসাম্য।

1 thought on “জলস্তম্ভ ও জীবনেরা

  1. মানুষেরা কার্বন-কোলাহলে,
    বর্জ্যময় হ’তে হ’তে, ভুলে যায় প্রকৃতি ও প্রাণের ভারসাম্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।