খুব বেশি মেঘ নেই তবুও আকাশটা আঁধার
হয়ে, আমাকেও দিয়ে যায় ধার
দেনা করে শোধ করি মৌরশী ঋণ
এভাবেই দায় নিয়ে কেটে যাবে অনাগত দিন!
এভাবেই আসবে শীত, পৌষের কুয়াশা
মিশিয়ে কেউ লিখবে গান- বুকে রেখে আশা
মাঝিও ফলাবে ফসল উজানের চরে
শস্যদানার ঘ্রাণে উন্মত্ত দুপুর পাবে ফিরে
সোনালী অতীত তার, লিখিত সুরের মোহে
র’বে ভুল তবু, জানি প্রেম-ছুঁবে বুক দ্রোহে।
সোনালী অতীত তার, লিখিত সুরের মোহে
র’বে ভুল তবু, জানি প্রেম-ছুঁবে বুক দ্রোহে।
অসাধারণ লেখা ।
অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা সতত l