কম্পনের প্রথম পদ্ধতি

নদীটা কাঁপছে। পাশে, দাঁড়িয়ে আছো নারী
শিখে নিতে কাঁপনের প্রথম পদ্ধতি
আমি এঁকে যাচ্ছি সেই ভোরের বিনয়
আর একঝাঁক বালিহাসের উড়ার গতি……..

আঁকছি মেঘ, মোহর,আর মমির বাসর
যে বাসরে একান্তে, ডুবে থাকে রক্তজবা রাত
কিছু পাখি ঘুমিয়ে থাকে, কিছু পুষ্প
নুয়ে নুয়ে অপেক্ষায় সাজায় প্রভাত।

কখন নুয়েছো প্রথম, মনে পড়ে? কার হাত ধরে
পেরিয়েছো ঘাটবৃত্ত, পরনদী- প্রণয়ের জল
আকাশ দেখবে বলে কার ছায়া পথে পথে ফেলে
একদিন একা রাতে, সাজিয়েছো হেমন্তমহল।

আমি তো ছিলাম পাশে, সে মহলের পাহারাদার
ডাহুকীর ছবি আঁকা রুমালের, প্রণীত সুতোর বাহার।

1 thought on “কম্পনের প্রথম পদ্ধতি

  1. আমি তো ছিলাম পাশে, সে মহলের পাহারাদার
    ডাহুকীর ছবি আঁকা রুমালের, প্রণীত সুতোর বাহার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।