যুদ্ধের প্রকার

যে জনম পুনরায় খুঁজি ড্রোনসভ্যতার ভেতর-
তার কোনো চৌহদ্দি নেই। অসীম আত্মার মায়া
আমাকে শিখিয়েছে যে প্রেম,
তাকে অনেক আগেই ভাসিয়েছি বিসর্জনসন্ধ্যায়—
আর পাঁজরকে বলেছি,

যুদ্ধে না থাকলে মন ভালো থাকে না। প্রেমযুদ্ধ, অস্ত্রযুদ্ধ, অর্থযুদ্ধ,
আরও কত প্রকারের যুদ্ধ। সব যুদ্ধই দখলের। সব হত্যাই
ক্রন্দন ও ধ্বংসের প্রতিভূ …
আমি মাঠ’কেই আমার কাছে ফিরে আসতে বলি।

রক্তাক্ত প্রেমিকার মুখছবি দেখে আমি আবার তাকে
শিখিয়ে যেতে চাই আদিম খোঁপাতন্ত্র।

3 thoughts on “যুদ্ধের প্রকার

  1. যুদ্ধে না থাকলে মন ভালো থাকে না। প্রেমযুদ্ধ, অস্ত্রযুদ্ধ, অর্থযুদ্ধ,
    আরও কত প্রকারের যুদ্ধ। সব যুদ্ধই দখলের। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।