রাতের তারারা জ্বলজ্বল করে আকাশে
চাঁদের আলো মেঘের ফাঁক দিয়ে উঁকি মারে।
পাইন গাছের মাথায় বাতাসের কারচুপি
গাছের ছায়া পড়ে বাড়ির চালে আর আশেপাশে।
তিরতির বয়ে চলা নদীর জলে মৃদুমন্দ ঢেউ
পার্শ্ববর্তী শহরের আলোয় চিকচিক করে।
এমনি একটি রাতে তোমার হাত ধরে হেঁটে গেছি
অনেক দূর দেবদারু পাইনের মাথা ছাড়িয়ে।
আরও অনেক দূর যেতে চাই অন্য কোনো দেশে
তুমি থেকো সাথে চিরকালীন হাত ধরে ভালোবেসে।
2 thoughts on “নৈশ অভিযান”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অনেক দূর যেতে চাই অন্য কোনো দেশে
তুমি থেকো সাথে চিরকালীন হাত ধরে ভালোবেসে।
চমৎকার এক অনুভূতি