একটি গান

আমার মহল মাঝে

আমার মহল মাঝে, কে বিরাজে সখি-
নাম তার জানি না।
আমি মুদে আঁখি, বুকে রাখি
কাছে টানতে পারি না ।।

১। অনেক ছবি আত্মভোলা
অনেক কথাই হয় না বলা, গো..
জগতপতির ছলাকলা
আমার সাধন হলো না ।।

২। কোন নামে সে কোন ঠিকানায়
কাউকে হাসায়, কাউকে কাঁদায়, গো
সব কেড়ে নেয় চোখ ইশারায়
বুঝে না, প্রেম-বেদনা ।।

৩। জল-আগুনের সংমিশ্রণে
বানিয়ে পুতুল ঘরের কোণে, গো
ফকির ইলিয়াস কয় আনমনে
আমি কী তার বেগানা ।।

®
নিউইয়র্ক / ২০ জানুয়ারি ২০২৩
শুক্রবার

1 thought on “একটি গান

  1. জল-আগুনের সংমিশ্রণে
    বানিয়ে পুতুল ঘরের কোণে, গো
    ফকির ইলিয়াস কয় আনমনে
    আমি কী তার বেগানা ।। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।