ভাবনার সমুদ্দুরে ডুবে আছি

323

ডুবে আছি ভাবনাতে আজ
বিষণ্ণতা চোখে
সময় যেন দিল মুখে
ব্যথার হাওয়া ফুঁকে।

সুখ পাচ্ছি না খুঁজে কোথাও
হলো না কেউ আপন,
পাশের মানুষ পর হলো হায়
বুকে ব্যথার কাঁপন।

আমার কথা তিতে নাকি
বলি কর্কশ সুরে?
মিষ্টি বুলি নাই বলে কী
সুখ’রা সরলো দূরে!

ভাবনার নদী আমায় নিয়ে
খেলছে নিরিবিলি,
বোবা সেজে নিত্যদিনই
তিতে কথা গিলি।

ভাবনার সাথে বলি কথা
বিড়বিড়িয়ে রোজই,
কেমন আছি কোথায় আছি
রাখলো না কেউ খোঁজই।

স্বার্থ নিয়ে সবাই যেন
মাথার উপর খাড়া,
দীর্ঘশ্বাসের হাওয়া এসে
মনকে যে দেয় নাড়া।

ডুবে আছি একা আমি
ভাবনার সমুদ্দুরে,
আর বাজে না মনের তারে
সুখ’রা সুরে সুরে।

1 thought on “ভাবনার সমুদ্দুরে ডুবে আছি

  1. ডুবে আছি একা আমি
    ভাবনার সমুদ্দুরে,
    আর বাজে না মনের তারে
    সুখ’রা সুরে সুরে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।