এক ঝাঁক হাইকু ০৪
এক
দুঃখার্ত হলে
এমনই তো হয়
রোদ্দুর গেলে।
দুই
কি দাবদাহ
অস্থির গরীবেরা
এ তো প্রত্যহ।
তিন
শীতেই বৃষ্টি
মরু অঞ্চলে শুনি
ঋতুর ফষ্টি।
চার
এই জীবন
কচু পাতার পানি
দণ্ডে মরণ।
পাঁচ
মেঘ আকাশে
যদি হয় তুফান
কি লাভ হেসে ?
ছয়
এলো বসন্ত
ভ্রমরের গুন গুন
খুশী অনন্ত।
________________
(জাপানে প্রচলিত ‘হাইকু’ জাপানি কবিতা)
জাপনিজ হাইকু আমাকে দারুণ প্রভাবিত করে। ছোট ছোট কথায় কী সুন্দর প্রকাশ। শুভেচ্ছা রাখি কবি।
ছযটি হাইকু। জাপানিজ অণুকাব্য গুলো সত্যিই অসাধারণ। গুড জব।
কবিতায় টি-২০; একের পর এক বাউন্ডারি!
* হাইকু নিয়ে সবসময় থাকুন শব্দনীড়ের সাথে…