এক ঝাঁক হাইকু ০৪

এক ঝাঁক হাইকু ০৪

এক
দুঃখার্ত হলে
এমনই তো হয়
রোদ্দুর গেলে।

দুই
কি দাবদাহ
অস্থির গরীবেরা
এ তো প্রত্যহ।

তিন
শীতেই বৃষ্টি
মরু অঞ্চলে শুনি
ঋতুর ফষ্টি।

চার
এই জীবন
কচু পাতার পানি
দণ্ডে মরণ।

পাঁচ
মেঘ আকাশে
যদি হয় তুফান
কি লাভ হেসে ?

ছয়
এলো বসন্ত
ভ্রমরের গুন গুন
খুশী অনন্ত।
________________

(জাপানে প্রচলিত ‘হাইকু’ জাপানি কবিতা)

4 thoughts on “এক ঝাঁক হাইকু ০৪

  1. জাপনিজ হাইকু আমাকে দারুণ প্রভাবিত করে। ছোট ছোট কথায় কী সুন্দর প্রকাশ। শুভেচ্ছা রাখি কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. ছযটি হাইকু। জাপানিজ অণুকাব্য গুলো সত্যিই অসাধারণ। গুড জব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. * হাইকু নিয়ে সবসময় থাকুন শব্দনীড়ের সাথে… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।