আগুনে না হয় এক্সিডেন্টে মরবো …

মৃত্যুর মিছিল নিয়ে গুম গুম শব্দে
আমাদের সামনে হাজির হলো ভয়ংকরের জাগরণ !
এরই মাঝে জন্মেছি বাংলাদেশ
হয়তো আগুনে পুড়বো
নয়তো মরবো রোড এক্সিডেন্টে ।

লোহাগাড়া থেকে বনানী অব্যাহত মৃত্যুর খবর
মানুষের বাঁচার আকুতি আর অসহায় করুণ চাহুনি
বাঁচাও, বাঁচাও বলে চিৎকার
হৃদয়কে ভেদ করে যায় বন্ধু
আমি এরি মাঝে জন্মেছি বাংলাদেশ
হয়তো আগুনে পুড়বো
নয়তো মরবো রোড এক্সিডেন্টে ।

উৎসুক জনতার হাতে
মোবাইল ছিলো সেলফিতে আসক্ত
কেউবা নিজের ইউটিউব চ্যানেলের জন্য
তৈরি করবে কনটেন্ট
লক্ষ লক্ষ ভিউ হবে,পাবে সিলভার প্লে বাটন,
গোল্ড প্লে বাটন
তুমি মনিটরিং করতে করতে
পঁচিশটি তাজা প্রাণ ঢলে পড়লো আগুনের বিছানায়,
প্রকাশ করলে গভির শোক
আমি এরই মাঝে জন্মেছি বাংলাদেশ
হয়তো আগুনে পুড়বো
নয়তো মরবো রোড এক্সিডেন্টে ।

আজকরে দিনটা একটি অপয়া দিন
শুধু মৃত্যুর সংবাদ ভেসে আসছে কানে
টিভিস্ক্রলে পত্রিকার পাতায়, সড়ক দূর্ঘটনায় বিশজন
ছাদ থেকে পড়ে , ছুরিকাঘাতে
আহা দেশ ! মাতৃভূমি আমিতো এরই মাঝে জন্মেছি।

নিদারুণ নিষ্ঠর এই অঙ্কের যোগফল সাতচল্লিশ
হয়তো পুড়বো আগুনে
নয়তো মরবো রোড এক্সিডেন্টে
আমি এরই মাঝে জন্মেছি প্রিয় বাংলাদেশ।

ফারুক মোহাম্মদ ওমর সম্পর্কে

সত্ত্বার নাগরিকত্ব চাইতে গিয়ে দেখি পথভ্রষ্টতা চেপে বসেছে। প্রার্থনার মতো একা তবু কেন মাথা তোলে দেয়াল? কারা দেয়াল বানায় পৃথিবীর বুকে,কারাই বা ভাঙে এই বাঁধা? দেয়াল তো আসলে মানুষেরই গল্প। লোহা, ইট আর পাথর দিয়ে লেখা। দেয়ালের ইতিহাসে সেঁটে থাকে আবেগ,রাজনীতি আর বাঁধা। আঠা ফুরিয়ে পোস্টারের মতো দেয়ালে ঝুলে থাকে ভয়, প্রতিরোধ, আত্মরক্ষা,অহমিকা অথবা অবিশ্বাসের গল্প। এখানে গদ্যের শরীরে কবিতার মন, জীবন এখানে স্মৃতি, মনে পড়াটাই ভ্রমণ। সমস্ত দেখাই যেন এক গভির অন্তদৃষ্টি। ধ্যানের মধ্যে পাওয়া এক একটি কবিতা যখন হয়ে ওঠে নিরস্ত্র জনগোষ্ঠীর অস্ত্র। তখন কবিতা হয়ে ওঠে উদ্ভাস।

5 thoughts on “আগুনে না হয় এক্সিডেন্টে মরবো …

  1. 'এরি মাঝে জন্মেছি বাংলাদেশ
    হয়তো আগুনে পুড়বো
    নয়তো মরবো রোড এক্সিডেন্টে।

    আমি এরই মাঝে জন্মেছি প্রিয় বাংলাদেশ।'

    আমাদের নিয়তি কি এভাবেই জিম্মি থাকবে কতিপয় সরকার যন্ত্রের হাতে !! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

  2. সম্প্রতি বাংলাদেশের কিছু দূর্ঘটনা মনকে সত্যসত্যিই পীড়া দেয়। :(

  3. দেশের স্বস্তি আর নাগরিক অধিকার সুরক্ষার দায়িত্ব সরকার যন্ত্রের। :(

  4. জন্মেছি বাংলাদেশে। হয়তো আগুনে পুড়বো নয়তো মরবো রোড এক্সিডেন্টে। কী দূর্ভাগ্য আমাদের। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।