আকাশটা ছুঁড়ে মারো রাত্রির দিকে

আকাশটা ছুঁড়ে মারো রাত্রির দিকে

আকাশটা ছুঁড়ে মারো একবার রাত্রির দিকে!
শুঁকে দ্যাখো একবার
কত পোড়া পোড়া গন্ধ মিশে আছে
আকাশের গায়ে!
চেয়ে দ্যাখো একবার
কত ছোট ছোট ধূলিকণা মিশে আছে বাতাসের নিঃশ্বাসে!

কত মেঘ!
কত আবেগ!
কত জমা রাখে দুঃখবতী কষ্টের জল!

কত গল্প!
কত আকল্প বারুদের হাট!
কত না বলা কথা ডুবে যায় অথৈ অতল!

শুধু একবার আকাশটা ছুঁড়ে মারো রাত্রির দিকে!
কে বেশী কালো?
কে কাঁদে বেশী আজও গোপনে?
কে নিরুপায়!
কে অসহায় সময়ের কাছে !
কারা ছেড়ে গেছে নির্মল আলো
কারা ছেড়ে গেছে পথের সাথীকে!

তবু একবার ওই আকাশের হৃদয়টা দ্যাখো,
শুধু একবার,
কালো পাষাণ হিংসুটে রাত্রির চেয়ে
সে আজও কতটা উদার !

ফারুক মোহাম্মদ ওমর সম্পর্কে

সত্ত্বার নাগরিকত্ব চাইতে গিয়ে দেখি পথভ্রষ্টতা চেপে বসেছে। প্রার্থনার মতো একা তবু কেন মাথা তোলে দেয়াল? কারা দেয়াল বানায় পৃথিবীর বুকে,কারাই বা ভাঙে এই বাঁধা? দেয়াল তো আসলে মানুষেরই গল্প। লোহা, ইট আর পাথর দিয়ে লেখা। দেয়ালের ইতিহাসে সেঁটে থাকে আবেগ,রাজনীতি আর বাঁধা। আঠা ফুরিয়ে পোস্টারের মতো দেয়ালে ঝুলে থাকে ভয়, প্রতিরোধ, আত্মরক্ষা,অহমিকা অথবা অবিশ্বাসের গল্প। এখানে গদ্যের শরীরে কবিতার মন, জীবন এখানে স্মৃতি, মনে পড়াটাই ভ্রমণ। সমস্ত দেখাই যেন এক গভির অন্তদৃষ্টি। ধ্যানের মধ্যে পাওয়া এক একটি কবিতা যখন হয়ে ওঠে নিরস্ত্র জনগোষ্ঠীর অস্ত্র। তখন কবিতা হয়ে ওঠে উদ্ভাস।

16 thoughts on “আকাশটা ছুঁড়ে মারো রাত্রির দিকে

  1. খুব সুন্দর কবিতা হয়েছে ভাই। শুভেচ্ছা রইলো।

    1. অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।

       

       

  2. দূর্দান্ত একটি শিরোনামের কবিতা। ব্স্টে ওয়ান। 

    1. আন্তরিক ধন্যবাদ । শুভেচ্ছা রইলো।

  3. চমৎকার কবিতা কবি ওমর ভাই। আরও নিয়মিত লিখা চাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. ভালো একটি কবিতা পড়লাম কবি ফারুক ওমর ভাই। আমার শুভেচ্ছা রইলো। :)

  5. শিরোনাম এবং কবিতার বক্তব্যে মুগ্ধ হলাম কবি ভাই। 

  6. অসাধারণ কল্প চিত্র। বেশ সুন্দর হয়েছে কবিতাটি মি. ফারুক ওমর। গ্রেট জব। :)

  7. লেখক বলবো নাকি কবি? আপনি দুটোতেই সমান সার্থক। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।