ডিজিটাল গোরস্থান

এই ফেসবুক একদিন ডিজিটাল গোরস্থান হবে
প্রতিদিন মৃত আত্মাগুলো ঘুরবে
প্রজন্মের ওয়ালে দেশ থেকে দেশান্তর ।

কতো রকম পোস্ট আসে এখানে
হাসি কান্নার একান্ত বিলাপ
আবার রাত পোহালেই রাষ্ট্রহীন কতো মানুষ
গণবহিষ্কারের অপেক্ষায় পার করছে সময়!

সময়টাও আজকাল বড় বেয়াড়া
বিশ্বাসকে হত্যা করে ইতিহাসে যারা কুখ্যাত
তারাই ফিরে এসেছে আবার
কেউ পৃথিবীর ফুসফুস পোড়াচ্ছে
কেউ রফতানি করছে সর্বত্র ভয়
কেউবা সহিংসতায় ঠেলে দিচ্ছে নাগরিকের জানমাল!

এসবে কি আর লাইক কমেন্ট করা যায়
লাগামহীন উৎপাতে ঘরছাড়া দেশহারা মানুষের ঢলে
আমি লগ ইন করে আছি,
এই ফেসবুক একদিন ডিজিটাল গোরস্থান হবে
প্রতিদিন মৃত আত্মাগুলো ঘুরবে
প্রজন্মের ওয়ালে দেশ থেকে দেশান্তর
পৃথিবী ধ্বংসের খেলায়
এই নীল গ্রহ একদিন মৃতদের বাজার হবে।

ফারুক মোহাম্মদ ওমর সম্পর্কে

সত্ত্বার নাগরিকত্ব চাইতে গিয়ে দেখি পথভ্রষ্টতা চেপে বসেছে। প্রার্থনার মতো একা তবু কেন মাথা তোলে দেয়াল? কারা দেয়াল বানায় পৃথিবীর বুকে,কারাই বা ভাঙে এই বাঁধা? দেয়াল তো আসলে মানুষেরই গল্প। লোহা, ইট আর পাথর দিয়ে লেখা। দেয়ালের ইতিহাসে সেঁটে থাকে আবেগ,রাজনীতি আর বাঁধা। আঠা ফুরিয়ে পোস্টারের মতো দেয়ালে ঝুলে থাকে ভয়, প্রতিরোধ, আত্মরক্ষা,অহমিকা অথবা অবিশ্বাসের গল্প। এখানে গদ্যের শরীরে কবিতার মন, জীবন এখানে স্মৃতি, মনে পড়াটাই ভ্রমণ। সমস্ত দেখাই যেন এক গভির অন্তদৃষ্টি। ধ্যানের মধ্যে পাওয়া এক একটি কবিতা যখন হয়ে ওঠে নিরস্ত্র জনগোষ্ঠীর অস্ত্র। তখন কবিতা হয়ে ওঠে উদ্ভাস।

12 thoughts on “ডিজিটাল গোরস্থান

  1. কবিতাটি পড়ে মুগ্ধ হলাম। চমৎকার লিখেছেন মি, ফারুক ওমর। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. পৃথিবী ধ্বংসের খেলায় এই নীল গ্রহ একদিন মৃতদের বাজার হবে। পর্যাপ্ত সত্য বলেছেন কবি ভাই। ভালোবাসা নেবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. এই ফেসবুক একদিন ডিজিটাল গোরস্থান হবে
    প্রতিদিন মৃত আত্মাগুলো ঘুরবে
    প্রজন্মের ওয়ালে দেশ থেকে দেশান্তর ।

    ঠিক বলেছেন। একদিন তা-ই হবে। যা এখনো হচ্ছে।  

  4. সমসাময়িক যুগান্তকারী কাব্য। কবিতার বিষয়বস্তু সুন্দর ও অসাধারণ।
    কাব্যপাঠে মুগ্ধ হলাম। প্রিয় কবিকে আন্তরিক অভিনন্দন জানাই।
    সাথে থাকবেন। এটা প্রত্যাশা করি।
    জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।