রাত্রির ছায়া

লেকের গভীর কালো জলে রাত্রির ছায়া
চাঁদের প্রহর আকাশের বুকে,
শুধু তুমিই হারিয়ে গেলে কালের গতিতে
অজানা সে কোন্ পথের বাঁকে।
এসো ফিরে একদিন যদি প্রাণ চায়
দেখতে আমায় এক মুহূর্ত,
আমি বসে রবো দুয়ারের পাশে
পথচেয়ে নির্বাক বিমূর্ত।

যদি মন কাঁদে বরষার সাথে
ঝরে অঝোরে অশ্রু হয়ে,
জেনো ভেজা কামিনীর গন্ধ হয়ে
তোমার কপাল যাবো ছুঁয়ে।
যদি ভুলে যেতে চাও তবে ভুলে যেও
অনেক যত্ন করে আমায়,
তবু ভালো থেকো দিনের শেষে
যেথা সন্ধ্যা মেশে রাত্রির সীমানায়।

6 thoughts on “রাত্রির ছায়া

  1. কবিতাটি পড়ে একটি গানের লিরিক মনে পড়ে গেলো আপা।

    যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো; তুমি চলে এসো এক বরষায়… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  2. বৃষ্টি ভেজা মিষ্টি কাব্য।
    তবুও অশ্রুসিক্ত হয়ে রয়।

    ****

    আলোচ্য কবিতার বিষয়বস্তু সুন্দর ও বিষাদময়।
    কাব্যপাঠে মুগ্ধ হলাম। প্রিয়কবিকে  আন্তরিক অভিনন্দন জানাই।
    সাথে থাকবেন। এটা প্রত্যাশা করি।
    জয়গুরু!

  3. আপনার সুলেখিত কবিতা পড়ে একটি গান মনে পড়ে গেল।

    "ভালো আছি ভালো থেকো,

    আকাশের ঠিকানায় চিঠি দিও"।   

মন্তব্য প্রধান বন্ধ আছে।