সুখ অসুখের রাজ্য

এই সমাজ এই জীবন বাংলার
কেউ সুখী কেউ জনম দুঃখী।
অনেকে সুট টাই পরে চোখে লাগায় কালো চশমা
তাই সে দেখে না দিনের আলোটা।
ভদ্র বলে দেখে না রাস্তার অভদ্র পরিচয়হীন বাচ্চাকে,
কিন্তু রাতের আধারে ঠিকই দেখে বস্তির জোছনাকে।
অবিরাম চুপি চুপি মুখোশ পরে চেহারাটা ঢেকে দিয়ে হয়ে যায় বহুরূপী।
সমাজটা জানে আমি দানবীর সমাজসেবী,
দিকে দিকে রব উঠে আমার ভাই তোমার ভাই কদম ভাই কদম ভাই।
কদম ভাইয়ের চরিত্র গোলাপের মত পবিত্র।
মেয়েটা দেখতে চেহারাটা পেতনীর ছেলেটা হয়েছে গাজায় ধনী।
বউটা শুনেনা একটা কথাও যে, মঞ্চে ভাষাণ দেয় নীতিবান বাক্যরে।
দিনে আনে দিনে খাওয়া লোকটা আসলে সুখী যে।

4 thoughts on “সুখ অসুখের রাজ্য

  1. সুখ অসুখের রাজ্যের মানুষের জন্য শুভকামনা। ভালো হোক বা থাকুক সবাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2.   সমাজ সংস্কারক কাব্যিক ভাবনা। নিরন্তর শুভকামনা প্রিয় কবিবর।         

  3. ওদের দুর্নীতির যাঁতাকলে আমরা সবাই। মুখোশধরীদের বেশ নিয়ে দুরুণ লিখেছেন, দাদা। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।