ভালোবাসা আর অবহেলা দুই দিগন্তে বাস করলেও তাদের একটি মধ্য বিন্দু আছে, যেখান থেকে ভ্রুণ প্রতিষ্ঠা পায়, তাই ভালোবাসা দিয়ে মাপা হয় অবহেলা আর অবহেলা কে মাপা যায় ভালোবাসা দিয়ে।
ভালো না বাসলে অবহেলা আসে না আর ভালোবাসা সত্যি হলে কখনোই পথ হারায় না। ♥♥
♣♣ ছবিটি অনেক দিন আগে বুড়িগঙ্গা ব্রিজ থেকে তুলেছিলাম ♥♥
সত্যানুভূতি। অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় কবিবন্ধু খেয়ালী মন।
চমৎকার বলছেন কবি দা
সৌন্দর্যময় কথামালা ।