লিখা থাকুক করোনা কালের ইতিহাস
লিখা থাকুক প্রত্যেক ছবির হাহাকার।
লিখা থাকুক প্রত্যেক স্বজন হারানোর ব্যথা
লিখা থাকুক সযত্নে সমস্ত অবহেলার ইতিহাস।
লিখা থাকুক ডাক্তারের নির্মম ব্যবহার
অন্তর্জালে সেই দহনকালের টুকরো টুকরো স্মৃতি। আজীবনের ইতিহাস হয়েছে পুলিশ আর্মির সেবা।
একপাল কুলাঙ্গারের মাথায় উঠেছে রাজ মুকুট
কারো কারো কাঁধে যেন বেদেনীর সাপের ঝাঁপি।
ঝাঁপিতে আছে কাল নাগিন
আর এই নাগিনের তীব্র ফণায় মাতৃভূমি নীলাতংক।
ভেঙ্গেছে আজ বেহুলার ঘর
অপশাসনের কালা পানিতে ভাসে জীবন
দেখে মনে হয় নদীতে ভাসা একটা ভেলা।
ভেলায় লাল সবুজ কাপড়ে মুড়ানো লক্ষ্মীন্দরের লাশ।
অপশাসনের কালা পানিতে ভাসে জীবন
দেখে মনে হয় নদীতে ভাসা একটা ভেলা।
ভেলায় লাল সবুজ কাপড়ে মুড়ানো লক্ষিন্দরের লাশ।
প্রীতি শুভেচ্ছা।
লাল স্যালুট জানাই কবি মহী দা
লেখা থাকুক ইতিহাসের পাতায় পাতায়। স্মরণে থাকুক সবার। শুভকামনা থাকলো।