মহাশক্তির আরাধনা ……দেবীর বন্দনা -১৪২৭ শ্রী শ্রী মহাদশমী পূজার কবিতা (ষষ্ঠ পর্ব)

মহাশক্তির আরাধনা ……দেবীর বন্দনা -১৪২৭
শ্রী শ্রী মহাদশমী পূজার কবিতা (ষষ্ঠ পর্ব)

কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

11

শুভ বিজয়া দশমী পূণ্য শুভক্ষণ,
বিধিমতে দশমীর পূজা আয়োজন।
সুশোভিত মণ্ডপেতে শোভে ফুলমালা,
দেবীর সম্মুখে শোভে বরণের ডালা।

ঢাক বাজে কাঁসি বাজে শঙ্খধ্বনি আর,
উলুধ্বনি, জয়ধ্বনি মণ্ডপ মাঝার।
মন্দিরেতে পুরোহিত বসিয়া আসনে,
দশমী বিহিত পূজা, করে ভক্তিমনে।

পুষ্পাঞ্জলি দেয় সবে দেবীর চরণে,
আয়ুবৃদ্ধি যশবৃদ্ধি জয়ী রণে বনে।
পুষ্পাঞ্জলি শেষে পূজা হয় সমাপন,
সকলে প্রসাদ ভোগ করয়ে গ্রহণ।

মহা দশমীর পরে দেবী বিসর্জন,
দশমীর কাব্য লিখে ভাণ্ডারী লক্ষ্মণ।
…………………………………..
দশমী তিথি আরম্ভ:
বাংলা তারিখ– ৮কার্তিক, ১৪২৭, রবিবার।
ইংরেজি তারিখ – ২৫/১০/২০২০
সময় – সকাল ১১টা ১১ মিনিট ০৫ সেকেন্ড থেকে।

দশমী তিথি শেষ:
বাংলা তারিখ – ৯কার্তিক, ১৪২৭, সোমবার।
ইংরেজি তারিখ– ২৬/১০/২০২০
সময় – সকাল ১১টা ২৯ মিনিট ৫৭ সেকেন্ড পর্যন্ত।

কাল বেলানুরধে সকাল ৭টা ০৬ মিনিট ২৩ সেকেন্ড মধ্যে, পুনরায়সকাল ৮টা ৩১ মিনিট ০৫ সেকেন্ড থেকে সকাল ৯টা ২৭ মিনিট ৩৩ সেকেন্ড মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা।কুলাচারানুসারে বিসর্জনান্তে অপরাজিতা পূজা।বিজয়া দশমীকৃত্য। দশহরা।

12

মনে রাখবেন-
• পূজা প্রাঙ্গনে সকলের মাস্ক পরা প্রধান ও পবিত্রতম কর্তব্য।
• পূজার প্রাঙ্গনে প্রবেশের আগে হাত ধুয়ে নিন।
• স্যানিটাইজার ব্যবহার করুন।
• প্রতিটি পূজা প্যাণ্ডেলে স্যানিটাইজার রাখা বাঞ্ছনীয়।
• সামাজিক দূরত্ব বজায় রাখুন।
• ভিড় থেকে নিজেকে ও পরিবারকে দূরে রাখুন।
• সকলকে জানাই শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা আর শুভকামনা।
• বিজয়া দশমীতে সিঁদুর খেলা বর্জিত।
• পারস্পরিক কোলাকুলি করা নয় শুভেচ্ছার বিনিময়ে বিজয়া দশমী পালন করুন।
• দূর থেকে প্রণাম করে আশীর্বাদধন্য হয়ে উঠুন।

লক্ষ্মণ ভাণ্ডারী সম্পর্কে

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কাব্যচর্চার সাথে সাথে তিনি সাহিত্যচর্চাও করেন। গল্প ও রম্য রচনা আর ছোট গল্প লিখেন। বহু একাঙ্ক নাটকও তিনি লিখেছেন। অন্ধকারের অন্তরালে, সমাজের শত্রু ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বহু যাত্রাপালা -সোনা ডাকাত, শ্মশানে জ্বলছে স্বামীর চিতা উল্লেখযোগ্য। কবির অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে বিচারক মণ্ডলী তাঁকে বহু সম্মানে ভূষিত করেছেন। লক্ষ্মণ ভাণ্ডারী একাধারে কবি ও অপর দিকে লেখক। তার লেখা “আমার গাঁ আমার মাটি”, আমার প্রিয় শহর জামুরিয়া, আমার প্রিয় শহর কুলটি, আমার প্রিয় শহর আসানসোল, আমার প্রিয় শহর রাণীগঞ্জ বহু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। লক্ষ্মণ ভাণ্ডারী প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি অন্য ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। তিনি বিশ্বাস করেন সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই ধর্মে আলাদা হলেও আমরা সবাই ভাই ভাই।

2 thoughts on “মহাশক্তির আরাধনা ……দেবীর বন্দনা -১৪২৭ শ্রী শ্রী মহাদশমী পূজার কবিতা (ষষ্ঠ পর্ব)

  1. শুভ বিজয়া। অনেক অনেক শুভেচ্ছা জানবেন কবি ভাণ্ডারী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. শুভ বিজয়াদশমী'র শুভেচ্ছা রইলো দাদা। সাথে শুভকামনাও। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।