তখন আমার কিশোরকাল, এক হলুদ পাখির আবিষ্কার মন্ত্র-মুগ্ধের মত চেয়ে থাকতাম। পাখিটা ঘরের দক্ষিণা জানালার ধারে আম গাছে আর জাম গাছে লাফাতো হলুদ গায়ের রং, লাল লম্বা ঠোঁট, কালো কালো চোখ। এত কি আর বুঝি সপ্তম শ্রেণীতে পড়ি, ঝরে পড়া পাকনাটা চুপি চুপি লুকিয়ে রাখি কোনো এক বইতে।
কখনো কখনো কালো বড় চোখে আমাকে দেখতো, আর তাই দেখতে দেখতে আমি যুবক হলাম। স্বপ্নে দেখি পৃথিবী পার হয়ে চাঁদের ওপারে হলুদ পাখির নীড় হবে রোজ আমাকে মিষ্টি মিষ্টি আদর দিবে। আচ্ছা হলুদ পাখি কাজল কালো চোখ দিয়ে তখন কি আমাকে রাগও দেখাবে!
যুবকের যৌবনোচ্ছল ভালোবাসা দিয়ে একদিন ধরতে গেলাম পাখিটাকে, চুপ করে কি যেন ভাবলো। তারপর উড়াল দিলো গহিন বনে, আমারও স্বপ্ন ভাঙ্গলো পড়ে রইলাম সেই সপ্তম শ্রেণীতে। বলা হলো না কত যে ভালোবাসি হলুদ পাখি তোমাকে।
না বলার বেদনা রয়েই গেল বুঝি? ব্যথাতেই কিন্তু আনন্দ বেশি! শুভকামনা থাকলো, দাদা।
Good morning dada
অসাধারণ কথা কাব্য। অভিনন্দন মি. ফয়জুল মহী। শুভ সকাল।
Good morning
বেশ মমব্যথা হু করে উঠল কবি মহী দা
Good morning
সত্যি খুব সুন্দর লেখা
পড়ে মুগ্ধ হলাম
মনে পড়ল শৈশবের স্মৃতি গুলো
শুভকামনা রইল
Good morning