মা-দেশ

Screen

বাংলা আমার মা
আমি যে তার ছা
মার উপর আসলে আঘাত
সন্তান হয়ে বসে থাকবো না।

মাকে রক্ষা জন্য আমি
করব প্রাণ দান
তাতে হবে রক্ষা আমার
বাংলা মায়ের মান।

মায়ের মুখের হাসির জন্য
কিনা পারি করতে
প্রয়োজন হলে মেশিন গান
তলে নেব এই হাতে।

মাকে রাহু মুক্ত করার জন্য আমি
মৃত্যুর সাথে ধরব পাঞ্জা
এগিয়ে যাব সংশপ্তকের মতো
নেই কো কোনো ধান্দা।

শোন যখন আমার পিতা নাম
বঙ্গবন্ধু শেখ মুজিব
আমাকে কি দমন করতে পারে
এই ধরার কোনো জীব।

আমার পিতার নেতৃত্ব বাঙালিকে
করেছে প্রাণের সঞ্চার
সম্মিলিত প্রয়াসে দূর করব আমার
মায়ের সকল জঞ্জাল।

আমার পিতার নেতৃত্বে
মা পেল মুক্তি
যখন খুশি মায়ের কোলে
করব আমরা ফূর্তি।

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

8 thoughts on “মা-দেশ

  1. মায়ের মুখের হাসির জন্য
    কিনা পারি করতে
    প্রয়োজন হলে মেশিন গান
    তলে নেব এই হস্তে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. অপূর্ব মন্তব্য করার জন্য ধন্যবাদ প্রিয় কবি 

      শুভকামনা রইল সতত 

      শুভকামনা রইল 

    1. শুভকামনা রইল সতত 

      শুভকামনা রইল 

      ভালো থাকুন সদা 

    1. দারুণ লিখেছেন মন্তব্য খানি

      শুভকামনা রইল সতত 

  2. আমার পিতার নেতৃত্বে

    মা পেল মুক্তি

    যখন খুশি মায়ের কোলে

    করব আমরা ফূর্তি।

    শেষ ভালো যার, সব ভালো তার। 

    মোটকথা অসাধারণ একটি কবিতা! শুভকামনা থাকলো দাদা। 

    1. সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ দাদা 

      শুভকামনা রইল 

      সুস্থ থাকুন সদা। 

       

মন্তব্য প্রধান বন্ধ আছে।