নারী ও পুরুষ

“নারী শরীরের প্রতি পুরুষের লোভ থাকে, সকলেই জানি। কিন্তু নারীদেরও পুরুষ শরীরে লোভ থাকে পুরো সমান-সমান। উভয়েই যখন উভয়ের পরিপূরক,
তাহলে এতো হ্যাংলামি কেন” ?

মুসাফির গৌতম
২৪/০৪/২২

2 thoughts on “নারী ও পুরুষ

  1. উভয়েই যখন উভয়ের পরিপূরক,
    তারপরও থাকবে হ্যাংলামি।

    এই হচ্ছে চিরায়ত।

    তিমিরে ভাসে আমাদের চোখে আমাদের মুখ। সংসার; ভালোবাসা পার্থিব সুখ। :)

  2. খুব সুন্দর লিখেছেন কবি দাদা। শুভকামনা থাকলো। নিয়মিত লিখবেন এবারের অন্যের লেখাও পড়বেন বলে আশা করি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।