শিল্পের বড়াই কিংবা মানুষের অসুখ

বারান্দার গ্রিলের উপর দিকে
চড়ুই দম্পতি বাসা বেধেছে,
পুকুরের দক্ষিণে এক পায়ে দাঁড়ানো তালগাছ
তার আগায় ঝুলছে বাবুইয়ের শিল্পিত বাসা।

আমি মাঝে মাঝে পালক কুড়াই
মাঝে মাঝে পাখিদের শিল্পভাবনা পড়ি

বাবুইয়ের পালকে কোন আভিজাত্য দেখি না,
দেখি না কোন বড়াই।
চড়ুইয়ের পালকে নেই হীনমন্য দাগ,
লজ্জায় ম্লান হতে দেখি না।

পাখিদের নেই আভিজাত্য কিংবা লজ্জাবোধ
দালান, শিল্প চিন্তায় সময় নষ্ট করে না
একমাত্র মানুষই বিলাসী অসুখে ভোগে…

1 thought on “শিল্পের বড়াই কিংবা মানুষের অসুখ

  1. পাখিদের নেই আভিজাত্য কিংবা লজ্জাবোধ
    দালান, শিল্প চিন্তায় সময় নষ্ট করে না
    একমাত্র মানুষই বিলাসী অসুখে ভোগে… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।