ভাবিলেই মন বলিবে শুকরিয়া তাঁহার

বর্ষার বৃষ্টি, অনন্য এ সৃষ্টি।
মাঠেঘাটে ফসলাদি, চিরসবুজের দৃষ্টি।
মধু মাসে মধু ফল, সবই তাহার সৃষ্টি, যিনি দিয়েছেন আমাদের দেখবার দৃষ্টি।

অসম্ভব গরমে, পূবালী হাওয়া, দক্ষিণের দেওয়ানা বাতাস ছুটিয়ে, কে দেয় আমাদের প্রশান্তির ছুঁয়া?

কনকনে ঠাণ্ডার সকালে, পূবের আকাশে রক্তিম সূর্য উদয় হয়ে কেনো ছড়ায় উত্তাপ মোদের?
কার আদেশে ই বা, সে ছুটে চলে নিরন্তন?

আমাদের সারাবেলা, নিরবিচ্ছিন্ন কাজের খেলা শেষে, কে নামিয়ে দেয় রাত? বিশরাম আর ঘুমের জন্য কে ডুবাইলো উত্তপ্ত সূর্য?
নিশিযাপনে কে উঠাইলো পূর্ণিমা চাঁদ?

একটু সময় কি হবে মানুষ, ভেবে দেখার? ভাবিলেই মন বলিবে, শুকরিয়া তাঁহার…

গোলাম কিবরিয়া সৌখিন সম্পর্কে

গোলাম কিবরিয়া সৌখিন। চট্টগ্রামে ২০০৩ সালের ১০-ই অক্টোবর জন্মগ্রহণ করেন। তবে তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার, কসবা উপজেলায় সপরিবারে নিজ গ্রামে অবস্থান করছেন এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। উনি শৈশব থেকেই ভাবুক ও দার্শনিক চিন্তা করতে পছন্দ করেন।আর সেই ভাবনার প্রতিফলন হিসেবে কবিতার হাতেখড়ি শুরু। কবি শুধু লিখে যেতেই চান না, তিনি চান সবার সাথে উনার ভাবনা গুলোকে ছড়িয়ে দিতে এবং সেই ভিত্তিতে কবি বাংলাদেশে এবং ভারতের বিভিন্ন কবিতার অনলাইন মিডিয়ায় কবিতা লিখে চলেছেন। এবং অন্যান ভাবনা গুলি একত্র করে সমসাময়ীক লিখা লিখে থাকেন। সকলের ভালোবাসা এবং উৎসাহ নিয়ে প্রতিনিয়ত লিখে যাচ্ছেন। কবি ভবিষ্যতে কর্ম জীবনে উনার কবিতার কিছু বই প্রকাশ করার ইচ্ছে পোষণ করেন। সকলের কাছে দোয়ার দরখাস্ত নিয়ে আবেদন এই ভাবনার কবি গোলাম কিবরিয়া সৌখিনের।

5 thoughts on “ভাবিলেই মন বলিবে শুকরিয়া তাঁহার

  1. ভাবিলেই মন বলিবে, শুকরিয়া তাঁহার… সময়ের উচ্চারণ। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

    1. অশেষ ভালোবাসা, সর্বদা চমৎকার মন্তব্যে মুগ্ধতা ছড়িয়ে যান।     

    1. চমৎকার এক মন্তব্য করিলেন প্রিয় ।   

  2. দু'জনকেই অসংখ্য ধন্যবাদ।   

মন্তব্য প্রধান বন্ধ আছে।