বৃহন্নলা’র ইতি কথা

310

চাঁদ দেখেছো সদা
অবয়ব দুর্গামি চোখে
জোছনা দেখেছো, তুমি শিশিরের রংতুলি হাতে
ছুঁয়ে দেখা স্বাদ ছিলো তাঁর কবেই হয়েছে কাতর।
অকাতরে জানালার ফাঁকে
হয়ে চলে স্পর্শকাতর।

এভাবেই বন্দি শরীর
চোখের টানে ছুটে যায় লাখো মাইল চোখ
স্তব্ধ হওয়া বুক করে ধুক ধুক
প্রতিফলন ঘটিয়েছে ছুটে
মেঘের আজ পরাজিত হয়
পৃথিবীর শূন্যতায় নেমে পড়ে আলোর বিকিরণ
আশপাশে সমীরন তোলে
উর্বশী রূপ মেখে দেখা হয় তারার চলন

এ যেন আয়নায় দেখা অপরূপ সাজ
সখ্যতার ছায়া নিজেরে করেছে মোহর
অন্ধকার পৃথিবীর বুক ধূসর বর্তিকা ছেয়ে
ছুটে চলে জন্মান্তরের পথ।
জীবনের কাঠগড়ায় নেই কোন চোড়াই অলিগলি
যা কিছু ছুঁয়েছে এ রাত
চেয়েছে নতুন আলোর দানে।

আলোহীন এক পশলা ভূমি মরু উদ্যান সমেত
বৃহন্নলা’র ইতি কথা শুনেছ কি তবে
শুনে যেও সময় করে তুমি।

4 thoughts on “বৃহন্নলা’র ইতি কথা

  1. আলোহীন এক পশলা ভূমি মরু উদ্যান সমেত
    বৃহন্নলা’র ইতি কথা শুনেছ কি তবে
    শুনে যেও সময় করে তুমি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।