এইতো আমি

3179

এইতো আমি
অন্ধকারের অনন্ত সরোবর
থেকে জেগে ওঠা একখণ্ড সোনালী আলো।
কোন একদিন আমায় ছুঁয়ে যাবে
অপেক্ষার এই দৃষ্টিনন্দন দ্রাঘিমা পেরিয়ে
তুমি হয়তো দেখে নেবে আমায়।

এখন যেভাবে রয়েছে এই জল ছোঁয়া মাটি
বিস্তৃত এই সমুদ্রের জলসীমায়
কোন একদিন আবার ফিরে আসব
ফিরে আসবো অনন্ত স্বপ্নের জাল বুনে
হয়তো এখানে নেই ফসলের মাঠ
এখানে ঢেকে যাবে জীবনের গল্প গুলো
জন্ম থেকে জন্মান্তরের পথ ধরে …

যে জল ভেসে নিয়েছে আমায়
যে জল ভেসে নিয়েছে তোমায়
যে জল সাগরের বুকে চোখের কাজল মুছে দিয়ে
বেদনাত্মক জীবনের সূচনা করে।
তা একদিন গভীর ঘন মেঘ ফেরে ঢেকে দেবে তাঁর মুখ।

1 thought on “এইতো আমি

  1. যে জল সাগরের বুকে চোখের কাজল মুছে দিয়ে
    বেদনাত্মক জীবনের সূচনা করে।
    তা একদিন গভীর ঘন মেঘ ফেরে ঢেকে দেবে তাঁর মুখ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।