মাঝরাতে কিংবা শেষরাতে
… শিশিরের শব্দে
ঘুম ভেঙে গেলে পৃথিবীর ‘পরে
… খোলা আকাশে
ফুটফুটে জোছনার হলুদ বিছানায়
… তোমাকে দেখি।
কার্তিক কিংবা অঘ্রাণ,ঢের যুগ আগে
… ঐ মেঠো চাঁদ,
শসাফুল কিংবা শিশিরের হিম জল,
… শস্যের ক্ষেতে
হলুদ পাতারা ঝরে পড়ে রোজ রোজ
… ফসলের ঘ্রাণে,
ঘুম আর ঘুমন্তের পারাপারে চেয়ে।
… এই নদী কিংবা
ঐ দূরের পাহাড়,অথবা উত্তাল সাগর,
… বাঁশপাতা কিংবা
আকাশের তারা শুধু তোমায় দেখে
… রোজ জেগে থাকে।
খোলা আকাশে
ফুটফুটে জোছনার হলুদ বিছানায়
… তোমাকে দেখি।
মনোমুগ্ধকর উপস্থাপন