কজন স্বপ্নকন্যার সাথে স্বপ্নকথন

কজন স্বপ্নকন্যার সাথে স্বপ্নকথন

অনেক দিন দেখা হয় নি
দেখতে ইচ্ছে করছে খুব;

তুমি তো ডাক না;
ডাকি তো;
মনে মনে ডাকলে আমি শুনতে পাই না তো;
তুই যে কান দিয়ে শুনিস, তাই মনের ডাক শুনতে পাস না;

তুমি শুনতে পাও?
আমি মুখের ডাক কানে শুনি
মনের ডাক মনে;
ইশশ, তাইলে ভালোবাসা বোঝ না কেন?
কে বললো বুঝি না? তুই যখনই আমায় মনে করিস আমি তখনই তোর মনে;

থাক, আর ভোলাতে হবে না, চলো আজ দেখা করি গোধুলি বিকেলে;
উঁহু, আজ পূর্নিমা
চল চাঁদের আলোয় ডিনার করি, ছাদ বিহারে;
না গো, আজ কিছু খেতে ইচ্ছে করছে না,
শুধু দেখা করব, চোখের দেখা;

তাহলে মোমের আলোয় এক কাপ চা? চুমুর সাথে?
এটাতে অন্তত না করিস না;

ওপাশ থেকে উত্তর আসে না;

অনেকক্ষণ অপেক্ষার পর ঘুমের চন্দ্রপুকুরে সূর্যের আলো ঢিল ছুড়তেই চোখ খুলে উঠে বসলাম,
কোথায় তুই?
শূণ্য ঘরে আমি একা
জানালায় বাতাসের ঝাপটার গুনগুন
আমার কানে বাজছে,
চা চুমু, চা চুমু, চা চুমু;

মাঝে মাঝে অদ্ভুত স্বপ্নগুলো জ্যোৎস্নার হাহাকারে মাখানো থাকে।

3 thoughts on “কজন স্বপ্নকন্যার সাথে স্বপ্নকথন

  1. মাঝে মাঝে অদ্ভুত স্বপ্নগুলো জ্যোৎস্নার হাহাকারে মাখানো থাকে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. অনেকক্ষণ অপেক্ষার পর ঘুমের চন্দ্রপুকুরে সূর্যের আলো ঢিল ছুড়তেই চোখ খুলে উঠে বসলাম, কোথায় তুই?
    শূণ্য ঘরে আমি একা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. মাঝে মাঝে অদ্ভুত স্বপ্নগুলো জ্যোৎস্নার হাহাকারে মাখানো থাকে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।