গোপন পাসওয়ার্ড
এই সংসার অরণ্য ছেড়ে গুচ্ছ গুচ্ছ জুঁই ফুল স্বপ্ন মাড়িয়ে
তুমি কোথায় যাবে–
চাঁদ, পাহাড়, সাগর
নাকি মঙ্গল গ্রহে…….. ?
তুমি হারাতে পার, কোন নক্ষত্রলোকে –
দু’হাতে নৈঃশব্দ্যের ঢেউ ভেঙ্গে ভেঙ্গে
তুমি হারাতে পার নিঃস্তব্ধ আর নির্জনতার শেষ ঠিকানায়।
তুমি শিশির স্বপ্ন গাঁথা বরফ নদীর কাব্য উপাখ্যান হয়ে-
অাকাশ পালক ছুঁয়ে নিঃসঙ্গ পৃথিবীর হলুদ পাতায় টুপটাপ ঝরে পড়তে পার :
ঘাস ফড়িং নীড়ে- সময় অসময়ে-
সবুজ অরণ্যে গোলাপ, অর্কিড কিম্বা
কুহেলী রাতের অাবরণ ছিঁড়ে শেষ রাতের ডানায় ফোঁটা
এক ঝাড় হাসনাহেনায় তোমার নিঃশব্দ বিচরণ…….।
নীলাকাশের চিল মেঘ সোনালি ডানায় ভেসে
প্রেমিকার গোপন পাসওয়ার্ডে তুমি হারাতে পার-
তুমি হারাতে পার অনন্ত সবুজ বিশ্বাসের শেকড় উপড়ে
আকাশ, গোধূলী স্বপ্ন ছায়ায়–
সাগর, অরণ্য, ফুল, পাখি, নীড়
ঘাস ফড়িং প্রজাপতি ডানায়;
অথবা কবিতার অক্ষরে অক্ষরে –
গুচ্ছ গুচ্ছ শব্দে………..!
বকুল কুড়ানো ভোরের অাঙিনায় তুমি হারাতে পার-
প্রজাপতি ডানায় সবুজ পাতার ফাঁকে ফাঁকে –
হারাতে পার মুঠো মুঠো ঘাস ফুলে,
শিশির শব্দ মিছিলে,
সবুজ মাঠে-ঘাটে
পাহাড়ি লতায় -পাতায়
শস্যের দানায়
শশা ক্ষেতে
লকলকে দূর্বাঘাসে-
মটর সুটির ক্ষেতে……..।
তুমি হারাতে পার, হলুদিয়া পাখির দু’চোখের উত্থাল-পাথাল স্বপ্ন নীড়ে-
তুমি হারাতে পার, সোনালি বিকেলের মধ্যবৃত্ত জীবনে
বেডরুমের সুনিবিড় শীতল ছায়ায় –
মধ্যরাতের চোখ জুড়ে আছে দুধ ঘুম স্বপ্ন কুসুম-
কাশফুল ভালবাসা-
বেঁচে থাকার অনন্ত আশ্বাস-
আর সেই পুরানো বিশ্বাসে ফেরা —
তবু তুমি হারাবে……..!
শিরোনাম থেকে শেষাব্দি একটি ঘোর লাগা আবহের মধ্যে ছিলাম প্রিয় কবি দি। সুন্দর কবিতা।
আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রিয় কবি রিয়া দি''ভাই।শুভ কামনা।
তুমি শিশির স্বপ্ন গাঁথা বরফ নদীর কাব্য উপাখ্যান
অাকাশ পালক ছুঁয়ে নিঃসঙ্গ পৃথিবীর হলুদ পাতা
ঘাস ফড়িং নীড়ে- সময় অসময়ের …
সবুজ অরণ্যের গোলাপ, অর্কিড কিম্বা কুহেলী রাত।
একটি অংশ আমার মতো করে পড়লাম কবি হাসনাহেনা রানু।
শ্রদ্ধা এবং ধন্যবাদ কবি আজাদ ভাইয়া।শুভেচ্ছা নিন।
মাঝ রাত হলেও ঠিক ঠিক পড়ে নিলাম আপনার কবিতা কবি বোন হাসনাহেনা রানু।
জ্বী, দাদা সৌমিত্র চক্রবর্তী। ধন্যবাদ।
কারো গোপন পাস ওয়ার্ড কেউ পায়না !
খুব ভালো লিখেছেন!
জ্বী,কবি ভাইয়া মিড ডে ডেজারট।প্রীতিময় শুভেচ্ছা নিন।
যদি গোপন পাসওয়ার্ড জানতাম
হারাতে দিতাম না -দিতাম না-
বসন্তে ওপেন করে- বেদনায় সুধাতাম-
সুন্দর কবি আপু
একসময় সেই মেয়েটির পাসওয়ার্ড ঠিকই হারিয়ে ফেলেছিলাম।
মনোমুগ্ধকর এওকটা কবিতা। শ্রদ্ধেয় কবি দিদিকে শুভেচ্ছা সহ অজস্র ধন্যবাদ।