হা-বসন্তের দিন

হা-বসন্তের দিন

টবজোড়া ফুল ফোটালেও
বসন্ত ঘেঁষেনা এই
প্রাণহীন কংক্রিটের বনে—

বালি, ইঁট, ঘাসের আস্তরে
কন্টিকারী, আকন্দ, ধুতরো জঙ্গলে
কোনঠাসা বসন্তের চাপা হাহাক্কার …

তবুও পাটিগণিতেই জীবন টাটাবে!!

ওড়ো, পোড়ো, কি দোর্দণ্ডে ঘর ই জোড়ো
হিসেবে তিনের বেশি নয়।

_________________
বন- বনেদ- বনসাই থেকে

11 thoughts on “হা-বসন্তের দিন

  1. ছোট ছোট কথা মালা। বন- বনেদ- বনসাই এর কিছু লিখা পড়তে চাই বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. মুরুব্বির কমেন্টের জন্য  অনেকধন্যবাদ।  কিন্তু দুঃখিত। কমেন্টটি মুছে গেছে।      

    1. মুছে যাওয়া মন্তব্যটি ফিরে এসেছে বন্ধু। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।