হা-বসন্তের দিন
টবজোড়া ফুল ফোটালেও
বসন্ত ঘেঁষেনা এই
প্রাণহীন কংক্রিটের বনে—
বালি, ইঁট, ঘাসের আস্তরে
কন্টিকারী, আকন্দ, ধুতরো জঙ্গলে
কোনঠাসা বসন্তের চাপা হাহাক্কার …
তবুও পাটিগণিতেই জীবন টাটাবে!!
ওড়ো, পোড়ো, কি দোর্দণ্ডে ঘর ই জোড়ো
হিসেবে তিনের বেশি নয়।
_________________
বন- বনেদ- বনসাই থেকে
ছোট ছোট কথা মালা। বন- বনেদ- বনসাই এর কিছু লিখা পড়তে চাই বন্ধু।
চমৎকার কবিতা। ধন্যবাদ দিদি।
শুভেচ্ছা জানাই ।
আপনার কবিতা আমার ভাল লাগে দিদি ভাই।
অনেক অনেক ভালবাসা ।
সুন্দর লিখা।
ধন্যবাদ জানবেন ।
অসাধারণ লিখা।
শুভকামনা ।
মুরুব্বির কমেন্টের জন্য অনেকধন্যবাদ। কিন্তু দুঃখিত। কমেন্টটি মুছে গেছে।
মুছে যাওয়া মন্তব্যটি ফিরে এসেছে বন্ধু।