নষ্ট নীড়ে
নীল সমুদ্রের দীর্ঘশ্বাসে …
এক পৃথিবীর কষ্ট হবো
শ্রাবণ ভাবনায় —
আকাশ বুকে মেঘ হবো,
মনে মনে –
খুব গোপনে
দুঃখ পুষে রাখবো
এক সমুদ্র —
উত্তাল সমুদ্রের গর্জন হবো
নৈঃশব্দ্যের দুপুরে,
কাল বৈশাখী ঝড় হবো।
নিবিড় নিশুতি রাতের নিস্তব্ধতা মাড়াবো –
এক পৃথিবীর বিষণ্নতা বুকে জড়াবো …
এক হৃদয়ের কড়িকাঠ
পুড়ে পুড়ে
এক উনান ছাই হবো।
01.04.2019
ভালো লাগলো কবিতাটি । ওয়ান্স মোর । মারহাবা। মারহাবা ।
দারুণ রানু দিদি ভাই।
নীল সমুদ্রের দীর্ঘশ্বাসে …
এক পৃথিবীর কষ্ট হবো শ্রাবণ ভাবনায়।
নন্দিত হোক কবিতার বাণী কবি হাসনাহেনা রানু। শুভ সন্ধ্যা।
বেশ পরিচ্ছন্ন কবিতা।
কবিতায় জটিলতা নয়; এই ধারার কবিতা আমার কাছে বেশ লাগে রানু আপা।
বাহ কবি বোন হাসনাহেনা রানু।
দারুণ লাগলো। শুভেচ্ছা রইলো।
অসাধারণ একটা কবিতা পড়লাম! সত্যি মুগ্ধ হয়েছি। শ্রদ্ধেয় কবি হাসনাহেনা দিদিকে অজস্র ধন্যবাদ।
বাহ চমৎকার অনুভূতির প্রকাশ কবি আপু