লাবণ্য প্রতিক্ষায়

অনেকক্ষণ বাসের জন্য দাঁড়িয়ে থেকে
শেষমেষ রণেভঙ্গ দিয়ে আকাশভাঙা বৃষ্টির মধ্যে হাঁটছি ৷

চারপাশে তখন বৃষ্টির ছলাৎ ছলাৎ উৎসব
শব্দেরা কথা বলছে,শব্দেরা হাসছে ,স্বপ্ন দেখাচ্ছে
আবার কিছু শব্দ দুমড়ে মুচড়ে
কেবল কাঁদছে দিশেহারা
এই যে এই শব্দটির কেউ নেই
একা চির একা খুঁজে ফেরে শাব্দিক মায়া !

একটা জীবন একটি কবিতার মতোই সুন্দর
কখনো অসভ্যের তকমায় ছুটে চলা শব্দের মায়াজাল
হয়ে যায় একেকটি কবিতা
কবিতা কখনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরী করে
বৌ-বাচ্চা নিয়ে সাজানো সংসারের মতন
কখনো মৃত্যুর চেয়ে অনেক বড় স্বৈরাচরের বিরুদ্ধে কথা বলা
বুলেট বেয়নেট বুট, টিয়ারশেলের বিরুদ্ধে চেঁচিয়ে ওঠা।

আমি হাঁটছি ঘোমটা পড়া বেগুণী মায়ায়
বৃষ্টিতে ছুটে চলা
একটি মেয়েকে দেখলাম
এক জলপাই সবুজ পাঞ্জাবী পড়া ছেলের সঙ্গে
রিক্সার হুড ফেলে ঝুম ঝুম বৃষ্টিতে মিলিয়ে গেল!

আমি লাবণ্য প্রতিক্ষায়
সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম।

ফারুক মোহাম্মদ ওমর সম্পর্কে

সত্ত্বার নাগরিকত্ব চাইতে গিয়ে দেখি পথভ্রষ্টতা চেপে বসেছে। প্রার্থনার মতো একা তবু কেন মাথা তোলে দেয়াল? কারা দেয়াল বানায় পৃথিবীর বুকে,কারাই বা ভাঙে এই বাঁধা? দেয়াল তো আসলে মানুষেরই গল্প। লোহা, ইট আর পাথর দিয়ে লেখা। দেয়ালের ইতিহাসে সেঁটে থাকে আবেগ,রাজনীতি আর বাঁধা। আঠা ফুরিয়ে পোস্টারের মতো দেয়ালে ঝুলে থাকে ভয়, প্রতিরোধ, আত্মরক্ষা,অহমিকা অথবা অবিশ্বাসের গল্প। এখানে গদ্যের শরীরে কবিতার মন, জীবন এখানে স্মৃতি, মনে পড়াটাই ভ্রমণ। সমস্ত দেখাই যেন এক গভির অন্তদৃষ্টি। ধ্যানের মধ্যে পাওয়া এক একটি কবিতা যখন হয়ে ওঠে নিরস্ত্র জনগোষ্ঠীর অস্ত্র। তখন কবিতা হয়ে ওঠে উদ্ভাস।

15 thoughts on “লাবণ্য প্রতিক্ষায়

  1. 'আমি লাবণ্য প্রতিক্ষায়
    সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম।'

    যেন চিরন্তন চেনা এই সড়ক কবি ফারুক মোহাম্মদ ওমর। :)

  2. কখনো অসভ্যের তকমায় ছুটে চলা শব্দের মায়াজাল
    হয়ে যায় একেকটি কবিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. যাপিত জীবনের অনুপ্রাসে দারুণ একটি কবিতা ফারুক ওমর ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ধন্যবাদ কবিদের দা বটি বানানোর জন্য।

  4. "আমি লাবণ্য প্রতীক্ষায়

    সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম।"

    আপনার লাবণ্য ধরা দিক এই শুভ কামনায়।

    চমৎকার উপস্থাপন কবি।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ । আপনার একটি লেখা পড়লাম সেটাও খুব ভালো । শব্দনীড়ে সবাই সুন্দর লিখেন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।