কোথাও কেউ নেই

কোথাও কেউ নেই

যে আকাশে মেঘ নেই সেটা কোন আকাশ না
এমন আকাশ আমি চাই না
আমার আকাশ জুড়ে শুধুই মেঘের আনাগোনা,
এমন মেঘ ছুঁয়ে কখনো
রাতের আকাশে চাঁদ উঠবে না
জ্যোৎস্না ছড়াবে না
নক্ষত্ররা চোখ মেলে তাকাবে না —
প্রকৃতির ঠোঁটে একটি শুকনো পাতা ঝরার শব্দ ও হবে না।

এমন নির্মেঘ ছুঁয়ে
দিন রাত্রি শুধু বৃষ্টিই ঝরবে
আজ বরং বৃষ্টির কথা থাক —
বৃষ্টি এলেই বিরহ এসে যায়
বিরহ অশ্রু ঝরাই —
বৃষ্টি এলেই কদম ফোটে
বকুল ফোটে গাছের শাখায়,
শান্ত বিকেলে গোলাপ ফোটে …
সন্ধ্যার দক্ষিণা হাওয়া গোলাপ ঘ্রাণে মেতে ওঠে —
অঝোর বৃষ্টিতে ভিজে যাই আমার শ্রাবণ স্বপ্ন ;
মাধবীলতা ঝাড়ে টুপটাপ শিশির ঝরে পড়ে
কামিনীর শুভ্র থোকায় প্রেমের অনুভূতি
অর্কিডের ঠোঁটে বিচ্ছেদের গান আমায় কষ্ট দিয়েছে ভীষণ !

এত বিরহ শেষে ——–
রাত্রির আকাশে মেঘের আঁচল সরিয়ে
গাঢ় চাঁদ উঠেছে
চাঁদের ঠোঁটে একটি মাত্র সন্ধ্যা তারা
রংধনু আবীর মেখে ডানা মেলেছে —
তবে কি আকাশ থেকে মেঘ সরে গেছে?
না — আমি চাই — ই না, সত্যিই চাই না..
মেঘ বিহীন কোন আকাশ থাক আমার আঙিনা ছুঁয়ে —
এতদিন মেঘ ছিল আমার খুব কাছাকাছি
সময়ে আমার ডান চোখ
অসময়ে আমার বাম চোখ ভেজাত!
মধ্য দিনে কি শেষ রাত্রে চুপিচুপি বৃষ্টিভেজা মুহূর্তরা আমায় ভাসিয়ে নিয়ে যেত খোলা ছাদে।
হঠাৎ জ্যোৎস্না স্নাত রাত্রি গভীর শূন্যতায় কোন এক কবির নিটোল স্বপ্ন ছুঁয়েছে —
আকাশের ভাঁজে ভাঁজে চঞ্চল মেঘের কারুকাজ,
বরাবরই আমায় খুব কাছে টানে
সেই মেঘলা আকাশ আজ ভরেছে জ্যোৎস্না সরোবরে,
আর মন কতটা ব্যথিত —
সে খবর কে রাখে ?

14 thoughts on “কোথাও কেউ নেই

  1. কবিতা নয় যেন … আকাশের ভাঁজে ভাঁজে চঞ্চল মেঘের কারুকাজ। অভিনন্দন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

    1. কবিতা পড়ার জন্য আপনাকে ও আন্তরিক অভিনন্দন প্রিয় কবি।শুভ কামনা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. আর মন কতটা ব্যথিত —
    সে খবর কে রাখে ?

    হয় তো রাখে ঐ নীল তারা অথবা

    ঘারপাহাড়ের ঝর্ণাধারা

    তবুও মনে রাখ———

    অনেক শুভ কামনা কবি আপু

    1. হয়তো …..

      আপনাকে ও অনেক অনেক শুভ কামনা কবি লিটন দাদা। ভাল থাকুন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম দিদি ভাই।শুভেচ্ছা ….https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. শিরোনাম থেকে শেষ কবিতার শব্দ অংশ গুলোন ভালো হয়েছে কবি হাসনা হেনা।

    1. সুন্দর মন্তব্য প্রকাশে উৎসাহিত হলাম কবি সুমন ভাইয়া।শুভেচ্ছা …..https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  4. এমন নির্মেঘ ছুঁয়ে দিন রাত্রি শুধু বৃষ্টিই ঝরবে। আজ বরং বৃষ্টির কথা থাক, বৃষ্টি এলেই বিরহ এসে যায় … বিরহ অশ্রু ঝরাই। কবিতাটির গদ্যরূপও সুন্দর হয়েছে কবি বোন হাসনাহেনা রানু। শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif 

    1. অশেষ ধন্যবাদ কবি সৌমিত্র দাদা।শুভ কামনা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  5. খুবই পরিচ্ছন্ন লিখা কবি রানু আপা। শুভেচ্ছা। :)

    1. কৃতজ্ঞতা জানবেন কবি শাকিলা আপা। শুভেচ্ছা…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. আন্তরিক ধন্যবাদ কবি ভাইয়া মিড ডে ডেজারট।শুভ কামনা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।