ভালবাসার নীল গল্প
আজ ভোরটা একটু অন্য রকম নান্দনিক
যেন গোলাপ পাঁপড়িতে শিশির
কিম্বা সবুজ ঘাস ঠোঁটে উপচে পড়া সকালের রৌদ্দুর :
সময়ের প্রয়োজনে হয়তো
প্রকৃতি সব সময় সুন্দর,
আর আমি ততটাই নীরব নিঃশব্দ,
স্বপ্নরা গতকাল আমাকে ছেড়ে গেছে —
আমার মন খারাপের সঙ্গী হলুদ বিকেল
এক মুঠো কষ্ট নিয়ে আমি একটা পার্কে বসে আছি,
পার্কটা মানুষ শূন্য;
এক মাত্র আমি ছাড়া
তবে কি পার্কের মানুষ গুলো আজ দূরের শহরে বেড়াতে গেছে ?
ঘাসের উপর পড়ে আছে এক বিন্দু শিশির
একটা পাখি ঠোঁকর দিয়ে শিশির খেতে চাচ্ছে,
পাখিটা জানে না,
এই এক ফোঁটা শিশির
আমার অনুতপ্ত মনের কষ্ট!
এক পৃথিবী রৌদ্দুরের গন্ধ অসংখ্য শালিকের ডানায়,
এ আমার এক জীবনের ভালবাসার গল্প
এবং সাহিত্য শতাব্দী :
পৃথিবীটা অনেক সুন্দর,
তোমার মতো ——
তুমি যে স্বর্গীয় তাই !
বোকারা ভালবাসে বারবার,
আমি ভালবেসেছি একবার —
আর তাই আমি বড় বেশি স্তব্ধ!
তোমাকে আমি একটা বিকেল দিয়েছিলাম রং হীন …
বড্ড এলোমেলো রোদ,
নিরুত্তাপ হাওয়া
তবু তুমি আমার প্রজাপতি মন ছুঁয়েছিলে :
অমোঘ ভালবাসায় সেদিন চন্দনের ঘ্রাণে ভেসে গিয়েছিল এক শহর !
যেন জ্যোৎস্নার সাদা বারান্দায় হঠাৎ বৃষ্টির স্রোতে ভেসে ভেসে যাচ্ছে কবিতার পঙক্তি মালা ;
আদ্যপান্তে বাঁধতে চেয়েছ কবির স্বেচ্ছাচারী মন!
17.04.2019
নীল কবিতাটি পড়লাম কবিবোন হাসনাহেনা রানু। প্রচ্ছদের সাথে লেখাটি মানিয়েছে।
আন্তরিক ধন্যবাদ কবি সৌমিত্র দাদা। হাঁ, আমি বুঝতে পেরেছি গত দিনের কবিতার প্রচ্ছদ ভাল হয়নি ।আজ প্রচ্ছদটি অসাধারণ হয়েছে এটার ক্রেডিট সম্পূর্ণ প্রিয় কবি আজাদ ভাইয়ার প্রাপ্য।
কবিতা বা প্রচ্ছদ সব দিন ভাল হবে না। এটাই স্বাভাবিক । শুভেচ্ছা….
এক পৃথিবী রৌদ্দুরের গন্ধ অসংখ্য শালিকের ডানায়,
এ আমার এক জীবনের ভালবাসার গল্প
এবং সাহিত্য শতাব্দী। উপমাটিকে আপনি কিংবদন্তীতূল্য করে তুলেছেন কবি।
সুন্দর মন্তব্য প্রকাশে অনুপ্রাণিত হলাম কবি সুমন আহমেদ।শুভেচ্ছা সতত।
মুগ্ধ হলাম রানু আপা। আপনার লেখার সেটাপ দারুণ হয়েছে।
আন্তরিক ধন্যবাদ সহ শুভেচ্ছা নিন কবি তুবা আপা।
হুম। বরাবরের মতো এই লেখাটিও মনকাড়া হয়েছে কবি রানু দি।
সুন্দর মন্তব্যে খুশি হলাম কবি রিয়া দি''ভাই।শুভ কামনা।
youtu.be/KWtY3O1jYt8
আমার প্রিয় একটি গান এটা। আন্তরিক ধন্যবাদ কবি আজাদ ভাইয়া।শুভেচ্ছা নিন।
অনেক ভালো লাগলো লেখাটি , ,শুভেচ্ছা জানবেন
শ্রদ্ধেয়।
অসংখ্য ধন্যবাদ কবি পথিক সুজন।শুভ কামনা।