আজব দেশ

এ এক আজব দেশ…!
এখানে রোজ হচ্ছে অগণন মৃত্যু। নিশীথের গাঢ় ধূমের কুণ্ডলীর ন্যায় নিয়ত হচ্ছে “এক একটি মৃত্যু”।
আরক্ত রক্তের রেখায় রচিত হচ্ছে “কবরের ‘পর কবর”!

খুনের রক্তে ঝিলমিল আকাশে উদভ্রান্ত যুবকের বুকফাটা দীর্ঘশ্বাস।
নগ্নশির ভিক্ষুকদল যেন ধরণীর বিশীর্ণ নির্মোক;
সর্প্রাগ্র রাজপথে ছিন্নবাস পলাতক ঝরা পালক।

বাস্তবের রক্ততটে নিয়ত মিথ্যের বাস।

রঙিন দেয়ালে তৈলচিত্রের আদলে
শোভা পায় মুমূর্ষুর রুধির লিপিকা।

এ্যাকুরিয়ামের নীল জলে ভেসে বেড়ায়
মৃতের অস্থি খুলি । মৃত-শিশুর বুকে স্পন্দনহীন
রক্তিম চন্দন মেখে রোজ চলে শান্তির রাজ্য শাসন।

উদায়স্ত আকাশের রত্নচূড়ে-বিচিত্র এ আজব দেশ,
সততা, মানবতা ভুলে বিকল শাসনের বেড়ে পড়েছে আটকা।

19/08/15

লেখাটা অনেক আগের।

12 thoughts on “আজব দেশ

  1. জীবন বাস্তবতা। যদিও জীবনটাই বাস্তবতা; তারপরও বলা যায় এটাই চলমান বাস্তবতা।

  2. কবিতার ব্যাপ্তী চমৎকার হয়েছে কবি পথিক সুজন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. খুনের রক্তে ঝিলমিল আকাশে উদভ্রান্ত যুবকের বুকফাটা দীর্ঘশ্বাস। প্রতীকী কবিতায় জীবন। 

    1. অনুপ্রাণিত হলাম শ্রদ্ধেয়। শুভেচ্ছা জানবেন     

  4. সহজ আর কঠিন বিষয়ের লিখা আপনি দারুণ লিখেন। শুভেচ্ছা ভাই। 

    1. জেনে ভালো লাগলো প্রিয় কবি। 

      শুভেচ্ছা জানবেন।   

    1. আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়     

  5. পুরোনো লেখা হলেও অসাধারণ লিখেছিলেন প্রিয় কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।