আমায় রেখো আয়না করে
আমি যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখি
মনে হয় আয়না আমাকেই দেখছে —
আমি যখন শ্রাবণ রাতে ছাদে মেঘের তলায় এসে দাঁড়ায়
মনে হয় মেঘ আমাকেই খুঁজছে
বৃষ্টি হয়ে আমায় ভেজাবে :
আমি যখন নীরব নির্ঘুম রাতে কবিতা লিখতে বসি
মনে হয় কবিতা আমাকেই লিখেছে
আমি আর কি লিখবো ….!
আমি যখন বিকেলের হাত ধরে অচেনা পথে হেঁটে যাই
মনে হয় কোন এক অদৃশ্য ছায়া কবি আমাকেই অনুসরণ করছে।
আমি যখন অবসরে কবিতা পড়তে বসি
মনে হয় , কতখানি বিস্মৃত আমি —
আমি আর কী পড়বো
কবিতা আমাকেই পড়ছে ;
আমি যখন হাসনাহেনার ঝাড়ে এসে দাঁড়ায়-
মনে হয়,
পৃথিবীর সব কোলাহল থেমে গেছে
এক অরণ্য হাসনাহেনার ঘ্রাণ ছড়িয়ে গেছে…
আকাশে বাতাসে,
সন্ধ্যা তারায়
মুগ্ধ চাঁদে :
কিম্বা কৃষ্ণচূড়ার শাখায়
প্রিয় গোলাপ
সবুজ মাঠে
অস্তমিত সূর্যের বিষাদ মাখা ঠোঁটে ;
আমি যখন গোলাপ অরণ্যে দাঁড়িয়ে থাকি
মনে হয়,
লাল, নীল হলুদ গোলাপাভায় ভরে গেছে
প্রিয় পৃথিবীর নীড়,
মধ্য রাত্রির সবুজ চোখের পাতায়
নৈঃশব্দের গহীন অরণ্যে
গোলাপ পাপড়ি টুপটাপ শিশির শব্দে ভিজছে ——-!
আমি যখন মাধবীলতার তলায় দাঁড়িয়ে থাকি
মনে হয়,
প্রিয় ঘ্রাণ ছড়িয়ে আছে এক পৃথিবী ভূ- খানে
প্রকৃতি শরৎ উঠোনে শুভ্রতার আঁচল বিছিয়েছে
ভোরের শিশির ভেজা হাসনাহেনার পাপড়ির ভাঁজে ভাঁজে ——-!!
19.04.2019
আমি যখন নীরব নির্ঘুম রাতে কবিতা লিখতে বসি
মনে হয় কবিতা আমাকেই লিখেছে
আমি আর কি লিখবো ….!
সুন্দর কবিতা পড়লাম কবি।
অসাধারণ কবি বোন হাসনাহেনা রানু।
শিরোনামটিও যেন রিদমিক। শুভকামনা কবি রানু আপা।
আমায় রেখো আয়না করে
আমি যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখি
মনে হয় আয়না আমাকেই দেখছে।
মুগ্ধ হয়েছি কবি রানু দি।
বেশ প্রেরণা পেলাম কবি আপু