এমনই তো হয়

মনের পাথারে আজ অনেক শেওলা,
অনেক আগাছায় ভরে গেছে মনের বাগান,
আগাছায় বাসা বাঁধে বিষধর সাপ, সাপেদের ছেলে মেয়ে বউ বাচ্চা, আর ঘর সংসার।

এক সুন্দর নিস্পাপ মনের চাষ করার অভিলাষে তোমাকে আধি দেওয়া আমার মন,
তুমি সেই মনের জমিন অবহেলায় ভরিয়ে দিলে, আগাছা আর স্বাপদের বংশ বিস্তারে।

আমি দিলাম বিশ্বাস,
তুমি দেখলে অবিশ্বাসের মায়াজাল।
আমি দিলাম ভালোবাসা,
তুমি সেই ভালবাসায় দিলে সন্দেহের বিষ।
আমি চাইলাম সুখ,
তুমি তাতে ঢেলে দিলে সীমাহীন যন্ত্রনা।

এইসব অবিশ্বাস, সন্দেহ আর সীমাহীন যন্ত্রনা,
আর প্রতি ক্ষনে আমার নিঃশেষ হবার নিরব
পদযাত্রায়, অপেক্ষা শুধু জীবন পালার শেষ অংকের, শেষ দৃশ্যের শেষ অভিনয়ের।

অবহেলা, অবিশ্বাস আর সন্দেহের তীব্র দহন,
প্রতিনিয়ত খুঁজে ফিরেছে স্বস্তি আর ভালোবাসা, খুঁজে ফিরেছে নতুন আধিয়ার,
জমিনের অবিশ্বাস নামক আগাছা সমুলে
উৎপাটনে, বীজ বুনবে নতুন জীবনের,
সীমাহীন যন্ত্রানায় প্রলেপ লাগিয়ে,
ফুটাবে জীবনের নতুন গোলাপ।
সেখানেও শুধুই নেওয়া,
ভালোবাসা পাওয়া নেই।

5 thoughts on “এমনই তো হয়

  1. প্রতিনিয়ত খুঁজে ফিরেছে স্বস্তি আর ভালোবাসা, খুঁজে ফিরেছে নতুন আধিয়ার।
    সেখানেও শুধুই নেওয়া, ভালোবাসা পাওয়া নেই। বাস্তবতা।  :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।