অবাক অনুরাগ

অবাক অনুরাগ

একমুঠো মেঘ
এক গুচ্ছ নক্ষত্র ফুল,
এক শ্রাবণ বিকেল ——
তোমার পাঠানো প্রজাপতি চুমু:
সব আমি খেয়ে বসে আছি ——-
রূপসার পাড়ে,
চোখের তারায় নীল আকাশ ভাসে —
রাত্রিটা এখন গোলাপ বাগানে …
আমি একটি গোলাপ ও স্পর্শ করতে পারিনা,
হয়তো অভিমান …
তোমার জন্য ;
কথা ছিল একদিন তুমি আমায় গোলাপ দেবে —–
জানিনা, সেই একদিন কখনো আসবে কিনা —
তুমি একদিন এ পথেই আসবে,
তোমার শেষ গন্তব্য আমি …
তুমি ভুল করে হলেও একবার এ পথে আসবে,
এ আমার দৃঢ় বিশ্বাস!

তোমার দু’হাতে কিছু গোলাপ থাকবে,
তুমি নীল গোলাপ নিয়ে এসো
আমার নীল গোলাপ চাই —–
নীল গোলাপ আমার খুব প্রিয়!
ঘুমন্ত সন্ধ্যা
ফুটন্ত সকাল,
উদ্ভ্রান্ত রাত্রির মায়া সব আমি কবিতায় লিখে বসে আছি ——-

তোমার সাজানো বিকেলের স্বপ্ন,
তোমার মায়াময় প্রজাপতি ভালবাসার আবেগ —
নিবিড় সান্নিধ্য,
তোমার ব‍্যাকুলতা
তোমার মোহনীয় মুগ্ধ দৃষ্টি সব সব আমি খেয়ে বসে আছি!

তুমি যদি না আসো …
আমার স্বপ্ন ভেঙ্গে খান খান হবে
সবটুকু অভিমান এক আকাশ নীল হয়ে যাবে..!

27.04.2019

10 thoughts on “অবাক অনুরাগ

  1. 'তুমি একদিন এ পথেই আসবে, তোমার শেষ গন্তব্য আমি …
    তুমি ভুল করে হলেও একবার এ পথে আসবে, এ আমার দৃঢ় বিশ্বাস!'

    বিশ্বাস আমাদের একজনমের সম্পদ অথবা দূর্বলতা কোনটা হবে আমার জানা নেই কবি। :)

  2. অবাক অনুরাগে মুগ্ধ কবিবোন হাসনাহেনা রানু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. জীবনের স্বপ্নময় একচিলতে সুখ, আর একটি মধুময় মোহনীয়  প্রাপ্তি মুছে  দিতে

    পারে বিরহের সকল একাকীত্বের বেদনা।     ;

    কবির জন্য প্রত্যাশা থাকল

    নীলগোলাপ সহ মধুময় জীবনের প্রত্যাশিত প্রাপ্তি হাতছানি দিক।  

    শুভেচ্ছা জানবেন কবি।

    ভালো থাকুন সবসময়।

  4. এক শ্রাবণ বিকেল ——
    তোমার পাঠানো প্রজাপতি চুমু:
    সব আমি খেয়ে বসে আছি 

  5. খুবই স্নিগ্ধ হলাম। সত্যি অপূর্ব, নিটোল একটি কবিতা। আরও লিখুন। নিরবচ্ছিন্ন শুভেচ্ছা।           

মন্তব্য প্রধান বন্ধ আছে।