এই নিবিড় মিষ্টি বিকেলের এক পশলা বৃষ্টি এনেছে কদম ঘ্রাণ
পাশে পড়ে আছে একমুঠো কামিনী স্বপ্ন খাম,
স্নিগ্ধ ভোরের স্পর্শে সতেজ হয়েছে দূর্বা ঘাস
আমার মন ব্যাকুল হয়েছে ততটাই:
অবাধ বৃষ্টিতে ভিজবো এই শ্রাবণে
বৃষ্টি বিলাস করব শহর ছেড়ে একটু দূরে!
একদিন আমার স্বপ্ন ছিল কদম ফোঁটা মেঘের
সে মেঘ কাজল হয়ে থাকবে
নেশা ভরা মায়াবী ডাগর চোখের ভাঁজে,
এ দু’টি হাত কাঁকন প্রতি,
দু ‘চোখে ব্যথা ঢেকে কাজল আঁকত
দু ‘পায়ে বাঁধত নূপুর;
শ্রাবণ বিকেল এসেছে কত
অথচ আমার বৃষ্টি বিলাসী স্বপ্ন পূরণ হয়নি আজও:
ধান সিঁড়ি নদীর জলে পা ডুবিয়ে অপেক্ষায় থাকি
অচেনা কার ও
শ্রাবণ বৃষ্টি ভেজা বিকেলে কদম ঘ্রাণ নিয়ে
সে আসবে আমার অচেনা শহরে!
টুপটাপ বৃষ্টির সাথে
আমার হাত ধরে হাঁটবে দূরের পথে।
কাঁঠালি চাপা গন্ধে হারাবে
এক অবাক মেয়ে
সে মেয়ের পলক পড়বে না দুষ্টু চোখে
সেই অচেনা তোমার মুখের দিকে অবাক চেয়ে;
হয়ত কোন কোন ভালবাসা এভাবেই স্বপ্ন আঁকে
সেই অবাক মেয়ের ঋদ্ধ মন ছুঁয়ে!
অদ্ভুত সুন্দর একটি প্রচ্ছদ আর কবিতা। শুভেচ্ছা কবি আপা। শুভ সকাল।
শুভেচ্ছা কবি হাসনাহেনা রানু। ধন্যবাদ।
কারোর স্বপ্ন পূর্ণ হয়, কারোর আবার স্বপ্ন স্বপ্নই থেকে যায়। সবার স্বপ্ন পূর্ণ হোক, শ্রদ্ধেয় কবি দিদি। শুভেচ্ছা জানবেন।
আপনার লেখায় মন্তব্য দিলে উত্তর পাই না আপা।
শুভেচ্ছা দিদি।
হয়ত কোন কোন ভালবাসা এভাবেই স্বপ্ন আঁকে
সেই অবাক মেয়ের ঋদ্ধ মন ছুঁয়ে!
* শুভ কামনা কবির জন্য….