এক চিলতে রোদ উঠোনে

কবিতায় কতদিন সূর্য নিয়ে খেলেছি এই আমি
শীত সকালের চঞ্চলা রোদ উঁকি দিয়ে গেছে অরণ‍্যের সবুজাভায় ,
একটা নীল প্রজাপতি উড়ে এসেছিল পৌষের দীর্ঘ রাত হাতে নিয়ে :
প্রজাপতির সেকি ভীষণ
মন খারাপ ছিল —
আমি কোন একদিন প্রজাপতিকে কথা দিয়েছিলাম,
ওকে নিয়ে একটা বক সাদা ধবধবে জ‍্যোৎস্নার পালকে ভেজা কবিতা লিখবো।
লিখি লিখি করেও আজ অবধি লেখা হয়ে ওঠেনি।
প্রজাপতি হতে পারতো আমার লেখা আগামীর কবিতা
কিম্বা এই প্রজন্মের কোন গল্প ;
শীত বিকেলের এক দুর্দান্ত কোন ঘটনা বহুল উপন্যাস ও হতে পারতো।
আহা ! নীল বিষন্ন প্রজাপতি —
আর অভিমান করে থেকো না ,
তুমি এখন ডানা মেলে উড়ে যাও আমার শীত বিকেলের
মেঘলা মনের ছায়া – রৌদ্রের গন্ধ মাখা কবিতায় ;
এ কবিতা শুধু তোমার জন্য।

2 thoughts on “এক চিলতে রোদ উঠোনে

  1. "প্রজাপতি হতে পারতো আমার লেখা আগামীর কবিতা
    কিম্বা এই প্রজন্মের কোন গল্প ;
    শীত বিকেলের এক দুর্দান্ত কোন ঘটনা বহুল উপন্যাস ও হতে পারতো।"

    চমৎকার কয়েকটি লাইন। হৃদয় ছুঁয়ে যায়। অভিনন্দন কবি হাসনাহেনা রানু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।