কবিতা লিখিনা আমি প্রলাপ আঁকি,
রোজ রাতে চাঁদ নেমে চুমু খায় গালে-
চাঁদ তাতেই বিভোর!
ঘুম ঘুম অন্ধকারে ছায়ারা যেই এঁকেবেঁকে খেলে
অবসরে টুং টাং আবহ পেছনে
গান করি আমি, আমাদের দুজনের গান;
চাঁদ গালে হাত রেখে চুপ করে শোনে-
চাঁদ তাতেই বিভোর!
চরাচর নিথর তখন, ঝিঁঝিঁপোকা নীরব আলসে
এপারের ধ্বনি ঢেউ ওপারে লবণ সমুদ্রকূলে…
হঠাৎই থেমে যাই আকুল জিজ্ঞাসায়,
-আছো তুমি?
-শুনছি। শুধু এটুকুই ঘোর রাতে জ্যোৎস্না মাখায়।
অমনি চারিদিকে ফুলঝুরি নকশা তুলি,
চাঁদের গোপণ কোনে ভরে দিই
বহুদিন সঞ্চিত উপোসী আদরের উচ্ছল ঝর্ণা-
চাঁদ তাতেই বিভোর!
মাঝেমাঝে অমাবস্যা চুরি করে চাঁদ
ঝড়ের মাতনে প্রশ্নরা উথাল মাতাল
সম্পর্কের রেশম সুতো টুকরো হয়ে ছত্রখান,
কিন্তু ফের যেই কৃষ্ণপক্ষ তলায় অতলে, অভিমান
বদলায় ব্যাকুল ইচ্ছেয়, চাঁদ ফের উঁকি মারে,
আবার হাজারো শব্দ-গান-ছবি-আদরের মেলা,
আমি তো ডুবেই আছি অষ্টাদশী
শতাব্দী প্রাচীণ তরুনী চাঁদের দখলে-
চাঁদও তাতেই বিভোর!
3 thoughts on “চাঁদ আমার অষ্টাদশী”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
হাজারো শব্দ-গান-ছবি-আদরের মেলায়, আমি তো ডুবেই আছি অষ্টাদশী
শতাব্দী প্রাচীণ তরুনী চাঁদের দখলে … চাঁদও তাতেই বিভোর! __ জাস্ট ওয়াও।
অসাধারণ লেখা। ভালো লাগলো।
অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানাই কবিকে।