বিনিময়

একটা গোলাপ দেব, নেবে ?
বিনিময়ে তোমার মন দেবে আমায় …
নিঃশব্দ নিবিড় রাতের কোলাহল থেমে গেলে ,
জ‍্যোৎস্না যাকে প্লাবিত করে
শিশির যাকে আচ্ছন্ন করে রাখে —-
এ সেই কাঙ্ক্ষিত গোলাপ ;
নিখুঁত অঙ্কের জ‍্যামিতিক সূত্র সে কথায় বলে।

তোমার মনের বৃত্ত ভরাট করে আমি চাঁদের বুকে একটা স্বপ্ন এঁকেছি
এ বৃত্তের দূরত্ব ভেদ করে কখনোই তুমি বের হতে পারবে না,
আমার আঙুর লতা ফুলের সুঘ্রাণ
আর খয়েরি ডানার নীল ঠোঁটের শালিক পাখি তোমার জন্য:
তোমার মন খারাপের গোপন সূত্র নীল গোলাপ সে
আমি নিউটনের সূত্রের মত আবিষ্কার করেছি !

তোমাকে ভালবেসে বেসে একটা জীবন আমার মরে গেছে
এখন আমি মৃত; যখন জীবিত ছিলাম বোঝনি তুমি,
খোঁজনি আমায়
আমার মন খারাপের জটিল সময়
বিষন্ন রাতে প্রিয় নক্ষত্র’র মন খারাপ হয় !

আমার বাংলো ছুঁয়ে আছে এক সমুদ্র দুঃখ
দুঃখ’রা অবাধ স্রোতে ছোট ছোট ঢেউ ভাঙে,
পূর্ণিমা রাতে সমুদ্র বুকে জ‍্যোৎস্নার জোয়ার ঢেউ খেলে যায়
দিগন্ত বিস্তৃত সমুদ্র পাড়ে বিমূর্ত রাতে জ‍্যোৎস্না ধারা অদম‍্য স্বপ্নের পাড় ভাঙে;
আমি তখন নিঃসঙ্গ, একাকীত্বের টুকরো টুকরো বিরহের কোলজ চিত্রে ডুবছি ,
অন্তঃসারশূন্য এই আমি;
আমার পাশে কোথাও কেউ নেই
না একটা নীল প্রজাপতি
এমন কি ঘাসফড়িং, কিম্বা কোন ডানাওয়ালা চড়ুই পাখি……
তখন ও তুমি আছ মনে।

হারাতে চেয়েছি একফোঁটা বৃষ্টির জলে, আমার সৃষ্ট গভীর সমুদ্রে
সত‍্যিই যদি হারিয়ে যেতাম একফোঁটা বৃষ্টির জল হয়ে নীল সমুদ্রে ,
— তোমার কখনোই সে কথা জানা হত না।
বিশ্বাস কর শুধু তোমার জন্য বেঁচে আছি আজও!

একটা সমুদ্র দেব, নেবে ?
কোন বিনিময় চাইব না
তুমি হারিয়ে যাবে স্রোতের শ‍্যাওলায় এ আমি চাইনা
উজ্জ্বল নক্ষত্র’র মত তুমি বেঁচে থাক পৃথিবীর শেষ দিন পর্যন্ত !

একটা আকাশ দেব, নেবে ?
বিনিময়ে তোমার মন নেব, দেবে ? বলো দেবে…..
আমার জ‍্যোৎস্না চূড়ো রাত্রি শেষ হয়েছে কবেই!
এখন আর আকাশ দিয়ে কি হবে?
আকাশ বরং তোমার থাক
আমার এ চোখ তোমার আকাশ দেখবে
আজ না হয়, অপ্রত্যাশিত ভালবাসা পূর্ণতা পাক তবু একটা কিছু তো হবে ………….

১৮.০৮.২০২০

4 thoughts on “বিনিময়

  1. আবৃতি করার মতো একটি পরিচ্ছন্ন অনুভবের কবিতা। মনে হয় অন্যের নয়; পাঠকের নিজের কথা। অভিনন্দন কবি হাসনাহেনা রানু। নিরাপদ জীবন কামনা করি। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. বেশ আবেগময় কবি আপু

    অনেক শুভেচ্ছা রইল———–https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. অনেকদিন পর শ্রদ্ধেয় হাসনাহেনা রানু দিদির সুলিখিত একটা কবিতা পড়লাম। কবিতাটা পড়েই সাতসকালে মনটা ভালো হয়ে গেলো। কেমন আছেন শ্রদ্ধেয় দিদি? আশা করি ভালো আছেন। ভালো থাকার জন্য কামনা করি।                  

মন্তব্য প্রধান বন্ধ আছে।