মুজিব মানে জাতির পিতা – বন্ধু বাঙালীর,
আপোষবিহীন বিদ্রোহী এক বীর।
মুজিব মানে বাংলাদেশের চিরসবুজ নেতা,
স্বদেশপ্রেমিক – জন্ম স্বাধীনচেতা।
মুজিব মানে মায়ের হাসি- বাবার ভালবাসা,
ভাইয়ের -বোনের স্বপ্ন-আলো-আশা।
মুজিব মানে বাঁচতে শেখা- চলতে শেখা পথ,
ভালবেসে মরার সাহস সৎ।
মুজিব মানে জল থৈ থৈ নদীর কলতান,
দোয়েল-শ্যামা হাজার পাখির গান।
মুজিব মানে সবুজ-শ্যামল বাংলাদেশের মাঠ,
শাপলা-ঝিল আর পদ্মদিঘির ঘাট।
মুজিব মানে শারদ-রাতের চাঁদের মধুর হাসি,
কবির কলম – কাব্য-ছড়ার রাশি।
মুজিব মানে কৃষাণবধুর নকসি করা কাঁথা,
বটের ছায়ায় প্রাণের বিছান পাতা।
মুজিব মানে সবুজ বুকে লাল সুরুজের মুখ,
পাখির ডানায় সার্বভৌম সুখ।
মুজিব মানে বাংলাভাষা- মুক্তগলার গান,
চিরঞ্জীবী মৃত্যুহীন এক প্রাণ।
মুজিব মানে আঁধার শেষে ভোরাই আলোর রবি,
মুজিব ছাড়া যায় না আঁকা বাংলাদেশের ছবি।
বেশ গীতিকাব্য অনেক শ্রদ্ধা জানাই
নিখুঁত ভাবনায় কোমল হাতের পরশ।
মুজিব মানে সবুজ বুকে লাল সুরুজের মুখ,
পাখির ডানায় সার্বভৌম সুখ।
মুজিব মানে বাংলাভাষা- মুক্তগলার গান,
চিরঞ্জীবী মৃত্যুহীন এক প্রাণ।
সশ্রদ্ধ বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ১৫ আগস্টে জাতির পিতার পরিবারের সকল শহীদের বিদেহি আত্মার শান্তি কামনা করছি।