আজ সন্ধ্যা বেলায় নীল গোলাপ মুখস্থ করেছি
কয়েকটা সবুজ পাতায় শরতের জ্যোৎস্না লেগেছিল :
হেমন্তের বিকেলে পাপড়ি গুলো শিশির সিক্ত ছিল …
পাপড়ির ভাঁজে ভাঁজে শিশির মোনালিসা হাসির ছলে খেলা করছিল।
গোলাপের কাঁটা বুকে বিঁধে গেল বড় —
এ মন আমার কষ্টের দহনে নীল বেদনায় রক্তাক্ত হলো !
অভিমানের গাঢ় নীল গোলাপ :
নীল ভালবাসায় সিক্ত হয়ে
গোপনে কপোলে টিপ হয়ে ছিল !
পাঁপড়ির ভাঁজে ভাঁজে শিশির মোনালিসা হাসির ছলে খেলা।
জ্বি প্রিয় কবি। অশেষ ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানবেন। শুভ কামনা সতত।
বেশ রোমান্টিক ছুঁয়া কবি আপু
মন্তব্য পাঠে মুগ্ধ হলাম কবি দাদা। শুভেচ্ছা নিন।
কাব্য গাঁথা বিমুগ্ধতা অন্তহীন।
সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম প্রিয় কবি মহী দাদা। শুভ কামনা রইল।
শুভেচ্ছা নেবেন প্রিয় কবি দি
প্রিয় কবি রিয়া দিদি ভাই আপনার জন্য শুভকামনা রইল।