কুয়াশা শাদা রাত

শব্দের আঁচলে মখমল সময়
একবার যে চোখ তাকিয়ে দেখে বাইরের সুন্দর দৃশ্য …
তাকে আমি কি করে অন্ধ বলব ?
অন্ধ তো সেই ,যে জেগে ঘুমায় –
জেগে জেগে রঙিন স্বপ্ন দেখে:
সন্ধ্যার আবরণে লুকিয়ে আছে কুয়াশার শাদা রাত;
বাইরে নিলাম হচ্ছে ঝকঝকে দিন —
দিনের স্বপ্ন ঘুমে রাত বাড়ে,
এভাবেই বেঁচে ফেরে তারা একে অন্যের বিপরীতে –
একটা গোলাপ ফোঁটার অদম‍্য নেশায় দিন কেটে গেছে
অভিলাষী রাত বৃক্ষের সবুজ পাতার মানে খোঁজে,
একদিন গহীন অরণ্যের শেষ পথে
ছেঁড়া পাতার স্বপ্নও জোড়া লাগবে।

2 thoughts on “কুয়াশা শাদা রাত

  1. "একদিন গহীন অরণ্যের শেষ পথে … ছেঁড়া পাতার স্বপ্নও জোড়া লাগবে।"

    ____ সুন্দর উপমাময় কবিতা। অভিনন্দন প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।