ড্রাইভার মালেক বলছি

চাকরি একখান পেয়েছি আমি সরকারি
ঘুষ দিয়ে আর তেল মেখে,
হোকনা সেটা পিয়ন নাহয় ড্রাইভারি
সেদিকে ফিরে আর কে দেখে?

চাকুরে তো নয় যেন এক কারবারি
চোখের সামনে টাকার খনি,
বছর যেতেই কোটি টাকার ছড়াছড়ি
হয়ে গেলাম দেশের বড় ধনী!

আমি এখন সরকার ঘোষিত কোটিপতি
আমার আছে শতকোটি টাকা,
ঘুরিয়ে দিলাম আমার জীবনের গতি
থমকে দিলাম রাষ্ট্রের চাকা!

আমি হলাম স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক
নাম আমার আব্দুল মালেক,
স্বাস্থ্য অধিদপ্তরের সবাই আমার প্রতিপালক
আমিই সব, আমি ড্রাইভার মালেক।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

7 thoughts on “ড্রাইভার মালেক বলছি

  1. "আমি হলাম স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক
    নাম আমার আব্দুল মালেক,
    স্বাস্থ্য অধিদপ্তরের সবাই আমার প্রতিপালক
    আমিই সব, আমি ড্রাইভার মালেক।" https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_wacko.gif

    1. করোনা কালে এরাই বিশ্ব কুলাঙ্গার! এদের শুধু আরও চাই, আরও খাই। 

      সুন্দর মন্তব্যের ঘরে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা।

    1. সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।